Australian Open 2023: শেষ চারে দুর্দান্ত লড়াই! সেমিতে জোকোভিচ, সিতসিপাস, সাবালেঙ্কা এবং আজারেঙ্কা

।। প্রথম কলকাতা ।।

 

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩-এ পুরুষ ও মহিলাদের একক সেমিফাইনালিস্টরা নিজেদের জায়গা করে নিয়েছেন। বুধবার নোভাক জোকোভিচ ও টমি পলের সঙ্গে পুরুষদের একক বিভাগে শেষ চারে জায়গা করে নিয়েছেন স্টেফানোস সিতসিপাস এবং কারেন খাচানভ। অন্যদিকে মহিলাদের একক সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কা ও এলেনা রাইবাকিনার সঙ্গে জায়গা করে নিয়েছেন আরিনা সাবালেঙ্কা এবং ম্যাগদা লিনেট।

 

পুরুষদের এককে ৪ নম্বর বাছাই জোকোভিচ ৫ নম্বর বাছাই আন্দ্রে রুবেলেভকে ৬-১, ৬-২, ৬-৪ গেমে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন। অন্যদিকে অন্যদিকে টমি পল বেন শেলটনের বিরুদ্ধে অল-আমেরিকান লড়াই জিতে ৭-৬(৬), ৬-৩, ৫-৭, ৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে জায়গা করে নিয়েছেন। ২০০৯ সালে অ্যান্ডি রডিকের পর দ্বিতীয় আমেরিকান তারকা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন পল।

 

স্টেফানোস সিটসিপাস জিরি লেহেকাকে ৬-৩, ৭-৬(২), ৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে জায়গা করে নিয়েছেন। সেবাস্তিয়ান কোর্দা কব্জির চোটের কারণে অবসর নেওয়ায় প্রথমবারের মতো সেমিতে উঠেছেন কারেন খাচানভ। সেবাস্তিয়ান কোর্দা ৭-৬(৫), ৬-৩, ৩-০ পিছিয়ে থাকা অবস্থায় অবসর নেওয়ার পরে শেষ চারের পথ পাকা হয় রাশিয়ান তারকার।

 

অন্যদিকে মহিলাদের এককে ম্যাগদা লিনেট সাবেক বিশ্বের ১ নম্বর ক্যারোলিনা প্লিসকোভাকে ৬-৩, ৭-৫-এ হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে উঠেছেন। সেমি ফাইনালে পোল্যান্ডের লিনেটের দেখা হবে ৫ নম্বর বাছাই আরিনা সাবালেঙ্কার। যিনি ডোনা ভেকিককে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।

 

এছাড়াও মঙ্গলবার এক দশক পর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ফিরেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। দুইবারের সাবেক এই বিজয়ী কোয়ার্টার ফাইনালে আমেরিকার জেসিকা পেগুলাকে ৬-৪, ৬-১ সেটে পরাজিত করেন। সেমিফাইনালে আজারেঙ্কা এলেনা রাইবাকিনার মুখোমুখি হবেন। যিনি জেলেনা ওস্তাপেঙ্কোকে ৬-২, ৬-৪ গেমে পরাজিত করেছিলেন। আগামী ২৬ জানুয়ারি মহিলাদের একক সেমিফাইনাল আয়োজিত হবে। ২৭ জানুয়ারি আয়োজিত হবে পুরুষদের একক সেমিফাইনাল।

 

অন্যদিকে ভারতের তারকা জুটি সানিয়া মির্জা এবং রোহান বোপান্না ৩ নম্বর বাছাই নিল স্কুপস্কি (ব্রিটেন) এবং ডেসিরাই ক্রাউকজিককে (মার্কিন যুক্তরাষ্ট্র) ৭-৬, ৬-৭(১০-৬) গেমে হারিয়ে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছেছেন৷ ২৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার অলিভিয়া গাডেকি এবং মার্ক পোলম্যানস বা ব্রাজিলের লুইসা স্টেফানি এবং রাফায়েল মাতোসের বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারতীয় জুটি।

Exit mobile version