Virat Kohli: টেস্ট ক্রিকেটে বিরাট ‘যুগ’, কোহলির দখলে কোন রেকর্ড ?

।। প্রথম কলকাতা ।।

Virat Kohli: ২০১১ সালের ২০ জুন, বিরাট কোহলির জীবনে অন্যতম একটা প্রাপ্তির দিন। এই দিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকার কিংস্টনে টেস্ট অভিষেক হয়েছিল বিরাট কোহলির। তারপর থেকেই ৩৪ বছর বয়সী কোহলি গড়ে চলেছেন অসংখ্য রেকর্ড। এখনো অবধি কোহলি খেলেছেন ১০৯ টেস্ট, এবং সংগৃহিত মোট রানের সংখ্যা ৮৪৭৯। ওয়ানডে ক্রিকেটে অভিষেকের প্রায় তিন বছর পর কোহলির টেস্ট অভিষেক হলেও অভিষেকটা মোটেও স্মরণীয় ছিল না কোহলির। কিন্তু এখনো অবধি টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি বিরাট কোহলির। তাঁর সেঞ্চুরি ২০টি। প্রথম স্থানে অবশ্য অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট সিরিজ জিতেছেন কিং কোহলি। একের পর এক মাইলস্টোন যেমন গড়ে চলেছেন, তেমনই ভেঙেছেন তারকাদের নানান রেকর্ড। বিরাট কোহলিরই টেস্টের মঞ্চে পূর্ণ হল এক যুগ। ১২ বছর পূর্ণ করলেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version