IPL 2023: ২০১৮ সালের পর ফের জমকালো উদ্বোধন, পারফর্ম করবেন অরিজিৎ সিং ও তামান্না ভাটিয়া

।। প্রথম কলকাতা ।।

IPL 2023: আর মাত্র দুই দিনের অপেক্ষা। তারপরেই ঢাকে কাঠি পড়বে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৬তম মরসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচ শুরুর আগে রয়েছে জমকালো উদ্বোধনের (Opening Ceremony) আয়োজন করতে চলেছে বিসিসিআই। ২০১৮ সালের পর আবারও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে আইপিএলের আসর।

২০১৮ সালের পর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। ২০১৯ সালে, আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারকে তহবিল দান করার সিদ্ধান্ত নেয়। এরপর করোনা মহামারীর জন্য আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান। আসন্ন আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকজন সুপারস্টার উপস্থিত থাকবেন।

আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়করা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। তবে অধিনায়কের বাধ্যতামূলক বৈঠকের জন্য বুধবার আহমেদাবাদে হাজির হবেন সমস্ত দলের অধিনায়ক। আইপিএল সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে যে অভিনেত্রী তামান্না ভাটিয় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। রশ্মিকা মান্দান্নাও নাকি অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলে জল্পনা শোনা যাচ্ছে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটি বিশেষ লেজার শো হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আইপিএল কর্তৃপক্ষ আর একটি টুইটে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে পেরফর্ম করবেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। শোনা যাচ্ছে পারফর্ম করতে পারেন টাইগার শ্রফ ও ক্যাটরিনা কাইফও। দীর্ঘ তিন বছর পর আইপিএল আবার হোম-এন্ড-অ্যাওয়ে ম্যাচের ফর্ম্যাটে ফিরছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version