PK Rosy: প্রথম মালয়ালাম নায়িকাকে সম্মান গুগলের, কে পিকে রোজি?

।। প্রথম কলকাতা ।।

PK Rosy: বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন হোক কিংবা মৃত্যুদিন, তাঁদের অভিনব কায়দায় শ্রদ্ধা জানিয়ে থাকে Google। মূলত তাঁদের স্মরণে গুগলের প্রধান পাতায় থাকা লোগোটি বদলে যায়। সেখানে সেই ব্যক্তিত্বের ছবি ফুটে ওঠে। এরকমই আজ শুক্রবার, গুগল খুলে এমন একজন ব্যক্তিত্বের ছবি সামনে এসেছে, যাঁকে হয়তো অনেকেই চেনেন না। মালয়ালাম সিনেমার প্রথম মহিলা লিড চরিত্রে অভিনয় করেছেন তিনি। আজ তাঁর ১২০তম জন্মবার্ষিকীতে গুগল ডুডল তাঁকে বিশেষ সম্মান জানিয়েছে। ১৯০৩-এর আজকের দিনে তিরুবন্তপুরমের রাজম্মায় জন্ম পিকে রোজির (PK Rosy)।

কে পিকে রোজি?

অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা ছিল প্রবল। যে সময় সমাজের অনেক অংশে অভিনয় বিষয়টিকে ঠিক চোখে দেখা হত না, তখন রোজি মালয়ালাম চলচ্চিত্র বিগাথাকুমারন-এ অভিনয় করে সমস্ত বাধা ভেঙে দিয়েছিলেন। যদিও জীবিত থাকাকালীন নিজের কাজের জন্য তিনি তেমন একটা স্বীকৃতি পাননি। কিন্তু আজ তাঁর কাহিনী সকলের কাছে অনুপ্রেরণার থেকে কম কিছু নয়। তিনি জেসি ড্যানিয়েলের ছবি দিয়ে ডেবিউ করলেও, ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য অনেক লড়াই করতে হয়েছে। সহ্য করতে হয়েছে অনেক লাঞ্ছনা। তাঁর বাবা-মা ছিলেন দিনমজুর। পেটের দায়ে এক সময় ঘাস কাটার কাজ করেছেন অভিনেত্রী।

ভারতীয় সিনেমার প্রথম দলিত অভিনেত্রী ডেবিউ ছবিতে কাজ করার পর নানা সমালোচনার সম্মুখীন হয়েছেন। উদ্বোধনী প্রদর্শনীতে তাঁকে পাথর ছুড়ে মারা হয়েছে। কক্করিসি নাটকে অভিনয় করেছেন রোজি। এটি কেরালার (Kerala) এক ধরনের লোকনাট্য। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর উপর ভিত্তি করে লেখা বইতে বলা রয়েছে, সেই সময় অভিনয়কে পতিতাবৃত্তের সমান বলে মনে করত সমাজের কিছু আংশ। তাই তাঁর অভিনয়ে আসা মেনে নিতে পারেনি অনেকেই। যে কারণে বহু বাধার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। আর আজ তাঁকে সম্মান জানিয়েছে Google।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version