Riddhima Announce Pregnancy: নববর্ষে সুখবর! মা হতে চলেছেন অভিনেত্রী ঋদ্ধিমা

।। প্রথম কলকাতা ।।

Riddhima Announce Pregnancy: নববর্ষে টলিপাড়ায় খুশির খবর। মা হতে চলেছেন টলি অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর দিলেন ঋদ্ধিমা নিজেই। প্রসঙ্গত,২০১৭ সালের ২৮শে নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন গৌরব-ঋদ্ধিমা। দীর্ঘ ছয় বছর পর সন্তানের মা হতে চলেছেন টলিপাড়ার ‘কিউট’ অভিনেত্রী। প্রথম সন্তানের আগমনের আহ্লাদে আটখানা জুটি।

নতুন বছরের শুরুতেই গৌরব ও ঋদ্ধিমা নিজেদের একটি ছবি শেয়ার করেছেন তাঁদের ইনস্টাগ্রাম পেজে। ছবিতে সাদা রঙের মিষ্টি পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর সেই ছবিতে বেবি বাম্প একেবারেই স্পষ্ট। ক্যাপশনে লেখেন , ‘নতুন যাত্রা শুরু করতে চলেছি। নববর্ষের এই শুভ দিনে সবাইকে জানাতে চাই, আমাদের কোলে আসতে চলেছে নতুন সদস্য। সকলের আশীর্বাদ জরুরি। গৌরব এখনও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও ঋদ্ধিমাকে সেভাবে অভিনয় করতে দেখা যায়নি বেশ কিছু বছর হল।

উল্লেখ্য, ২০১০ সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘রং মিলান্তি’র স্ক্রিপ্ট রিডিং সেশনে প্রথম দেখা দুজনের। সেখান থেকেই প্রেমের সম্পর্কের সূত্রপাত। ‘রং মিলান্তি’ তাঁদের অভিনীত প্রথম ছবি। টলিপাড়ার এই জুটি দেখতে দেখতে ভালোবাসার সফরের ১৩ বছর পার করে ফেলেছেন। টলিপাড়ায় খুশির খবর পৌঁছাতেই গৌরব-ঋদ্ধিমাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেতা এবং অভিনেত্রীরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version