Kolkata Metro: সুখবর! ১২মিনিটের ব্যাবধানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, কবে থেকে চালু হচ্ছে মেট্রো ?

।। প্রথম কলকাতা ।।

Kolkata Metro: সুড়ঙ্গপথ তৈরি। রোজই চলছে রেক যাতায়াত। তাহলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চালু হবে কবে? সুখবর শোনালো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।হাওড়া ময়দান এবং এসপ্লানেডের মধ্যে মেট্রো রেলের বাণিজ্যিক পরিষেবা কবে থেকে শুরু হবে তা জানতে উদগ্রীব ছিলেন যাত্রীরা। এই পরিষেবা চালু হয়ে গেলে যাতায়াতে সুবিধা হবে অনেকেরই। সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ডিসেম্বর মাসেই শুরু হয়ে যাবে বাণিজ্যিক পরিষেবা। এই লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছে মেট্রো রেল।

কলকাতা মেট্রো রেল জানিয়েছে, দেশের মধ্যে এটি প্রথম মেট্রো যেটি একটি বড় নদীর নিচ দিয়ে যাবে। তাই নিরাপত্তা সব রকম ভাবে আঁটোসাঁটো করা হচ্ছে। এখন ট্রায়াল রান চলছে। তবে যাত্রী নিরাপত্তার সাথে কোনও ভাবেই আপোষ করতে চায় না কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কটি রেক চলবে, সময় লাগবে কত? কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে দু’টি রেক সারাদিন দু’দিকে চালানো হবে। ১২ মিনিটে রেক গুলি গন্তব্যে পৌঁছবে। মাঝখানে থাকবে তিনটি করে স্টেশন।এই ভাবেই সারাদিন পরিষেবা চলবে। বউবাজারে সুড়ঙ্গে ছোটখাটো কিছু কাজ বাকি আছে।

সেই কাজ শেষ হলেই সেখানে গ্রাউন্ড ফ্রিজিংয়ের কাজ শুরু হবে। গ্রাউন্ড ফ্রিজিংয়ের কাজ শেষ হতে সময় লাগবে ৬ – ৮ মাস। তার পর সেখানে বাড়ি নির্মাণ শুরু হবে। ২৬টি বাড়ি নির্মাণ করতে দেড় বছর লাগতে পারে।আগামী বছরের মাঝামাঝি বউবাজারে মাটির নীচে মেট্রোর ট্রায়াল রান শুরু হবে। ইতিমধ্যেই নতুন মেট্রোর হাওড়া ময়দান, হাওড়া, বি বা দী বাগ এবং এসপ্লানেড স্টেশনে যাত্রীদের ঢোকা-বেরোনোর জন্য বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। ওই মেট্রোপথে ভাড়া আদায়-সহ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে। তা সেক্টর ফাইভ এবং শিয়ালদহের মধ্যে চালু ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে।

যাত্রীদের ক্ষেত্রে ভাড়ার কাঠামো, যাতায়াত সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার বিষয়গুলি এক জায়গা থেকেই নিয়ন্ত্রিত হবে। মাঝের অংশ বৌবাজারে বারকয়েক বিপত্তির কারণে শিয়ালদহ থেকে এসপ্লানেড পর্যন্ত এখনই মেট্রো ছুটবে না। তবে ওই ব্যবধানটুকু সরিয়ে রেখে একই ‘নেটওয়ার্ক’-এর আওতায় চলে আসবে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত অংশ। বলা যেতে পারে, নতুন সফ্‌টওয়্যার এবং হার্ডওয়্যারের সংযুক্তির হাত ধরে এই প্রথম জুড়ে যাচ্ছে মেট্রোর পূর্ব এবং পশ্চিম, দুই প্রান্ত।আগামী বছরের মাঝামাঝি বউবাজারে মাটির নীচে মেট্রোর ট্রায়াল রান শুরু হবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রয়েছে চারটি স্টেশন। এগুলো হল- হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ ও এসপ্ল্যানেড।

ইতিমধ্যেই হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং এসপ্লানেড স্টেশনে যাত্রীদের ঢোকা-বেরোনোর বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানোর কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ইস্ট-ওয়েস্ট রুটে বৌবাজার অংশের কাজ এখনও সম্পূর্ণ নয়। তাই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রো চালু করা যাচ্ছে না। তবে এই অংশে কাজ সম্ভবত ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরই সম্পূর্ণ রুটটি খুলে যাবে। ইস্ট-ওয়েস্ট পূর্ণাঙ্গ রুটে মেট্রো চলাচল চালু হলে সাধারণ মানুষের চলাচলে ভীষণ সুবিধা হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version