Bengali Serial TRP: ‘মিঠাই’ ভক্তদের জন্য সুখবর, এই সপ্তাহে বেঙ্গল টপার কে?

।। প্রথম কলকাতা ।।

Bengali Serial TRP: সিনেমা দেখে যেমন দর্শকরা নিজেদের প্রতিক্রিয়া জানান, ঠিক সেভাবেই সিরিয়াল দেখার পর দর্শকদের ভালোলাগার নিরিখে বের হয় টিআরপি চার্ট (TRP Chart)। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার এই চার্ট থেকে জানা যায়, কোন ধারাবাহিক টপার হল, আর কে বেরিয়ে গেল টপ টেনের তালিকা থেকে। গত সপ্তাহের টিআরপি চার্ট আর এই সপ্তাহের টিআরপি চার্টের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। কী সেটি? প্রথমেই রয়েছে একটি সুখবর। ‘মিঠাই’ (Mithai) ভক্তদের জন্য রয়েছে একটা দারুন সংবাদ। স্টার জলসায় (Star Jalsha) ‘বালিঝড়’ (Balijhor) সম্প্রচারিত হওয়ার পর থেকে ভয়ে ছিলেন এই ধারাবাহিকের ভক্ত মণ্ডলী। অনেকেই ভেবেছিলেন, ‘বালিঝড়’ আসায় নম্বর কমবে ‘মিঠাই’-এর। কিন্তু সেটা হয়নি। তৃণা-কৌশিক-স্নেহাশিস অভিনীত ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৫, যেখানে ‘মিঠাই’-এর টিআরপি ৬। তা এবারের টপে রয়েছে কোন ধারাবাহিক? গত সপ্তাহের মতো এই সপ্তাহেও কি নিজের সিংহাসন ধরে রেখেছে ‘অনুরাগের ছোঁয়া’? নাকি তার জায়গা নিয়েছে অন্য কোনও ধারাবাহিক?

‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত সপ্তাহের থেকেও নম্বর বাড়িয়ে টপার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa), প্রাপ্ত নম্বর ৯.২। অন্যদিকে কম সংখ্যার ব্যবধানে দ্বিতীয়তে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। মনে হচ্ছে, জ্যাসের এটুকুনি বুদ্ধিতে কোনও কাজ দেবে না। পাশাপাশি নম্বর বেড়েছে ‘খেলনা বাড়ির’ও (Khelna Bari), উঠে এসেছে চারে। অন্যদিকে পঞ্চমে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। নিমের মধ্যে সত্যিই মধু খুঁজে পেয়েছেন দর্শকরা। তাই দিন দিন আগে এগোচ্ছে ধারাবাহিক। এদিকে রূপা গাঙ্গুলীর (Rupa Ganguly) ধারাবাহিক ‘মেয়েবেলা’ (Meyebela) সেরা দশে জায়গা পেলেও, পুরনোদের সঙ্গে পেরে উঠছে না। কিন্তু টানটান উত্তেজনা তৈরি হয়েছে ধারাবাহিকে। আর তাতে মনে হচ্ছে, খুব শীঘ্রই বাকিদেরকে টক্কর দেবে এই ধারাবাহিক। কিন্তু কোনোরকম ভাবেই এক নম্বরের স্লট থেকে নামানো যাচ্ছে না ‘অনুরাগের ছোঁয়া’কে। দীপা আর সূর্য কবে এক হবে, বা কবে সূর্য জানতে পারবে যে তাঁর দুই সন্তান রয়েছে, তা নিয়ে উৎসুকতা দর্শকদের মধ্যে প্রবল। আর তাতেই প্রথম স্থান থেকে সরানো যাচ্ছে না ধারাবাহিককে।

এক নজরে সেরা ১০ ধারাবাহিক –

১. অনুরাগের ছোঁয়া (৯.২)

২. জগদ্ধাত্রী (৮.৭)

৩. গৌরী এলো (৮.৪)

৪. খেলনা বাড়ি (৮.৩)

৫. নিম ফুলের মধু (৭.৮)

৬. বাংলা মিডিয়াম (৭.৪)

৭. রাঙা বউ (৬.৯)

৮. পঞ্চমী, গাঁটছড়া (৬.৭)

৯. এক্কা দোক্কা (৬.৬)

১০. মেয়েবেলা (৬.৪)

চলতি সপ্তাহে পুরনো ধারাবাহিকদের মাঝে নতুন ধারাবাহিকের অনেকেই জায়গা পায়নি সেরা দশে। ‘মন দিতে চাই’, ‘তোমার খোলা হাওয়া’, ‘ইচ্ছে পুতুল’-এর প্রাপ্ত নম্বর অনেকটাই কম। তবে ‘মিঠাই’-এর নম্বর বাড়লেও টিআরপি চার্টের সেরা ১০-এ ঢুকতে পারে নি ধারাবাহিক। যে ধারাবাহিক একসময় টিআরপি চার্টের প্রথম স্থান দখল করে থাকত, আজ সেই ধারাবাহিক সেরা দশের মধ্যেও আসছে না। এদিকে ‘হরগৌরী পাইস হোটেল’-এর (Horogouri Pice Hotel) প্রাপ্ত নম্বর ৬.১, ‘গোধূলি আলাপ’ পেয়েছে ৩.৫, ‘মন দিতে চাই’ ৩.০। ধারাবাহিকগুলি যাতে দর্শকদের মনে জায়গা করে নিতে পারে, তার জন্য প্রতিমুহূর্তে আসছে নতুন নতুন ট্যুইস্ট। কিন্তু তাতেও লাভ হচ্ছে না। অন্যদিকে খুব শীঘ্রই আসছে নতুন আরও বেশ কিছু ধারাবাহিক। দেখার তাদের আগমনে আবার কোন ধারাবাহিকের ইতি ঘটে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version