Meyebala: মেয়েবেলা শেষ হচ্ছে? আচমকা স্লট পরিবর্তনে প্রশ্ন অনুরাগীদের

।। প্রথম কলকাতা ।।

Meyebala: রূপা গাঙ্গুলী ছেড়ে যাওয়ার পরই বন্ধ হচ্ছে মেয়েবেলা? ডোডোদা-মউয়ের রসায়ন আর দেখতে পারবেন না। এই সিরিয়ালের গল্প বাস্তবের অনেকের সঙ্গেই মিলে যায়। মাত্র পাঁচমাসেই তার বিদায় ঘন্টা বাজল নাকি। নতুন বীথি মাসিকে কি মানতে পারছেন না দর্শকরা? ক্ষোভ বাড়ছে দর্শকদের। মউ – ডোডোকে মিস করবেন? মেয়েবেলা এই দশার আসল কারণ কি জানেন? সত্যিই কী বন্ধ হতে চলেছে আপনার প্রিয় সিরিয়াল? মেয়েবেলার প্রোমো দেখেই অনেকেই বলেছিলেন যাক। এতোদিনে একটা অন্যরকম সিরিয়াল আসছে। যেখানে বাস্তবের গল্প তুলে ধরা হবে। শুরুও হয়েছিল সেভাবেই। সিরিয়ালটি দেখতে দেখতে মউয়ের কষ্ট আবার কখনও বিথীর মনের যন্ত্রণা দেখে চোখ থেকে জল ফেলেছেন অনেকেই। কিন্তু এরপরই তাল কাটল। রূপা গঙ্গোপাধ্যায় বিদায় নিতেই হুড়মুড় করে পড়েছিল মেয়েবেলার টিআরপি।

এবার মেয়েবেলার সময়ে অন্য সিরিয়ালের প্রোমো দেখেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল অনুরাগীদের। দিন কয়েক আগেই চ্যানেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে ১২ই জুন থেকে সন্ধ্যা ৭.৩০টায় অর্থাৎ মেয়েবেলার স্লটে দেখানো হবে সন্ধ্যাতারা। এরপর তো সকলের মনে একটাই প্রশ্ন মেয়েবেলা কখন হবে? নাকি মেয়েবেলা আর দেখানোই হবে না? টেলিপাড়ায় জোর গুঞ্জন এই মেগায় ইতি টানতে চলেছেন নির্মাতারা ।এই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

সুরিন্দর ফিল্মসের তরফেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও গোটা বিষয় নিয়েই মুখে কুলুপ। চ্যানেল বা প্রযোজনা সংস্থার নতুন স্লটে ধারাবাহিকটি টেলিকাস্ট করতে রাজি নন নির্মাতারা। তাই সে ক্ষেত্রে বন্ধের দিকেই নাকি ভাবছেন তাঁরা এও শোনা যাচ্ছে আগামী ১১ জুন এই ধারাবাহিকের শেষ শুটিং। যদিও নির্মাতাদের তরফে অফিসিয়ালি এখনও এ নিয়ে মুখ খোলেননি কেউই। তবে শোনা যাচ্ছে টিআরপি পড়ে যাওয়াই নাকি এর কারণ।

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই মেগার। রূপা গঙ্গোপাধ্যায়ের আচমকা এই শো ছেড়ে চলে যাওয়া থেকেই একের পর এক আলোচনায় উঠে এসেছে সিরিয়ালটি। ধারাবাহিকে বীথিকা চরিত্রটির অফার অতীতে ইন্দ্রাণী হালদার থেকে শুরু করে লাবণী সরকারের কাছেও গিয়েছিল। তবে তাঁরা কেউই সেই অফার নেননি। রূপা গঙ্গোপাধ্যায় চরিত্রটি করতে রাজি হন। মেয়েবেলায় রূপা গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এসেছেন অনুশ্রী দাস। তাঁকে নিয়েও একেক জনের একেক মত। তবে কেউই চান না এত তাড়াতাড়ি সিরিয়ালটি বন্ধ হয়ে যাক।

অনেকেই বলছেন বীথির চরিত্রে অনুশ্রী দাসকে আরেকটু সময় দেওয়া উচিত ছিল। একাংশের অভিযোগ গাঁটছড়া শেষ না করে মেয়েবেলার মতো সিরিয়াল বন্ধ করছে। গুড্ডি এখনই শেষ হচ্ছে না, ওদিকে গাঁটছড়াকে সন্ধ্যা ৭টা থেকে সরিয়ে গোধূলি আলাপের স্লটে দেওয়া হয়েছে। সুতরাং মেয়েবেলার জন্য বিকাল ৫টা বা রাত ১১টা ছাড়া অন্য কোনও স্লট এই মুহূর্তে দিতে পারবে না চ্যানেল। এমনটাই জানা গিয়েছে। তবে দর্শকদের অনুরোধে নির্মাতারা কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার এখন। মেয়েবেলা কি সত্যি বন্ধ হয়ে যাবে ? তা তো সময়ই বলবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version