গৌরী এলোর সেটে ঘোমটা কালীর পুজো, চান্দ্রেয়ী নিজে হাতে যা যা করলেন

।। প্রথম কলকাতা ।।

গৌরী এলো-র সেটে হল শক্তির আরাধনা ঘোমটা কালীর পুজো করলেন ঈশান-গৌরী। নিজে হাতে ভোগ পরিবেশন করলেন চান্দ্রেয়ী। শ্যুটিং সেটে মা কালীর পুজো। রাত জেগে কীভাবে পুজো করলেন তারকারা? গৌরী এলো-র গল্প ঘোমটা কালী-কে ঘিরেই এগিয়েছে প্রথম থেকে। মায়ের এক রূপ হিসেবে ধরা হয় গৌরীকে। এখানে কালী ঠাকুর গৌরীর কথা শোনেন। সেই ঘোমটা কালীর মন্দিরও রয়েছে সেটেই। কালীপুজোর রাতে ভক্তিভরে গৌরি এলোর সেটেই হল পুজোর আয়োজন।

সিরিয়ালের নায়িকা মোহনা থেকে বাদবাকি সকলেই লাল পাড় সাদা শাড়ি পরেই সেজেছিলেন
সাথে হালকা মেকআপ। পুজোর আয়োজনে শেষ পর্যন্ত ছিলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। নিজে হাতে সকলকে ভোগ পরিবেশ করেন। সেটে মা কালীর মন্দির তাই সেখানেই পুজো ব্যবস্থা করেছিল গৌরি এল-র ইউনিট। গতবছরের পর এবছর শুধু তাই নয় হরেক রঙের আতসবাজির খেলায় মেতে উঠলেন অভিনেতা অভিনেত্রীরা। অভিনেত্রীরা সকলেই উপোস করেছিলেন। রাতে বাদবাকিদের সাথে পুজো দেন চান্দ্রেয়ীও। সিরিয়ালের কলাকুশলী থেকে শিল্পীরা, সকলেই খুব মানেন ঘোমটা কালীকে। এটা আমাদের বাড়ির পুজো বললেন মোহনা।

এরপর একে একে সকলে পুজোর অভিজ্ঞতা শেয়ার করলেন আমাদের সাথে। গবছর আর এবছরের পার্থক্য কোথায়? দর্শকদের জানালেন শ্রীতমা-বিশ্বরূপ। খেলনা বাড়ির সঙ্গে আরও এক ধারাবাহিকের টাইম স্লট বদলেছিল। যা হল গৌরী এল। শেষ হচ্ছে গৌরি এলো। তার আগে শেষ বার সকলে মিলে কালীপুজোর আনন্দ ভাগ করে নিলেন।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version