FIFA World Cup 2022: দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল ঘানা

।। প্রথম কলকাতা ।।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে সোমবার ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে দক্ষিণ কোরিয়াকে হারাল ঘানা। সেই সঙ্গে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল আফ্রিকান দলটি। ঘানার হয়ে জোড়া গোল করেন মহম্মদ কুদুস ও মহম্মদ সালিসু। দক্ষিণ কোরিয়ার হয়ে জোড়া গোল করেন চো চিউইয়ি-সাং।

প্রথমার্ধে বল দখলে আধিপত্য রেখে সুযোগ পেলেও গোলের দেখা পেল না দক্ষিণ কোরিয়া। উল্টে ঘানা দুটি সুযোগ পেয়েই তা কাজে লাগিয়ে গোল করে গেল। বিরতির আগে গোলের জন্য ছয়টি শট নিয়ে একটিও গোলের লক্ষ্যে রাখতে পারেনি এশিয়ান দলটি। অন্যদিকে ঘানা তিনটি শট নিয়ে দুটিতেই সফল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দক্ষিণ কোরিয়া। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে সমতায় ফেরান চো চিউইয়ি-সাং। কিন্তু হাল ছাড়ার পাত্র নয় ঘানা। পাল্টা আক্রমণে ঘানার জয় নিশ্চিত করেন কুদুস। দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল আফ্রিকার দেশটি। সেই সঙ্গে চলতি বিশ্বকাপে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল ঘানা। অন্যদিকে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ঘানার কাছে পরাজিত হয়ে আশা শেষ হলো কোরিয়ার।

Exit mobile version