।। প্রথম কলকাতা ।।
New Year Vastu Tips: এখন চলছে ডিসেম্বর মাস। আর কয়েকটা দিন পেরোলেই ডিসেম্বর শেষ। একটা নতুন বছর শুরু হবে। ২০২৩ যাতে সবার আনন্দে সাফল্যের সাথে কাটে সেটাই আশা করছেন সকলে। নতুন বছরে নিজের জীবনকে সুন্দর, সুখী এবং সমৃদ্ধ করে তোলার জন্য বাস্তুশাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্রে উল্লেখিত কিছু নিয়ম মেনে চলতে পারেন। এতে অর্থকষ্ট থেকে শুরু করে জীবনের জটিলতা সমস্ত কিছু থেকেই মুক্তি পাওয়া সম্ভব। বেশ কিছু জিনিস শাস্ত্রে উল্লেখিত রয়েছে। যেগুলি নববর্ষের আগে বাড়িতে এনে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
২০২৩ আসার আগে কোন কোন জিনিস বাড়িতে এনে রাখবেন ?
* ময়ূরপঙ্খ: কৃষ্ণের মুকুটে ময়ূরপঙ্খ দেখে আমরা অভ্যস্ত। নতুন বছর শুরু হওয়ার আগে বাড়িতে এনে রাখুন ময়ূরপঙ্খ। তাতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ মিলবে। এছাড়াও পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে ময়ূরপঙ্খের গুণে। তবে একসাথে অনেক গুলি নয়, মাত্র এক থেকে তিনটি ময়ূরপঙ্খই বাড়িতে রাখবেন।
* মুক্তো শঙ্খ : মুক্তো শঙ্খের গুণে কখনও অর্থাভাব দেখা যায় না। তাই এই মুক্তো শঙ্খ বাড়িতে এনে রাখলে সুখ সমৃদ্ধি বজায় থাকে, এমনটাই বলছে শাস্ত্র । এই শঙ্খটি বাড়িতে এনে তাকে পুজো করার পর যেখানে টাকা রাখা হয় সেই লকারে রেখে দিন। এতে যেমন অর্থকষ্ট দেখা দেবে না তেমনি জীবনে উন্নতির পথ আরও প্রশস্ত হবে।
* শুকনো নারকেল : কোন শুভ কাজ করার আগে নারকেল ফাটানোর রীতি প্রচলিত রয়েছে হিন্দু ধর্মে। নববর্ষের আগেও যদি শুকনো নারকেল বাড়িতে এনে রাখেন তবে ধনসম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা থাকে। নতুন বছর আসার আগে এই নারকেল এনে রেখে দিন বাড়ির লকারে। অর্থ সমস্যা থাকলে তা থেকে মুক্তি মিলবে শীঘ্রই।
* ধাতুর হাতি : বাড়িতে যেকোনো ধাতুর তৈরি হাতির মূর্তি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে বাড়িতে যদি ধাতুর হাতি থাকে তবে নেতিবাচক শক্তি প্রভাব বিস্তার করতে পারে না। বরং পরিবারে সঞ্চারিত হয় ইতিবাচক শক্তি। বিশেষত রুপোর তৈরি হাতির মূর্তি বাড়িতে এনে রাখার পরামর্শ দেন বাস্তু বিশেষজ্ঞরা।
* ধাতুর কচ্ছপ : ২০২৩ সাল আসার আগেই বাড়িতে নিয়ে আসুন একটি কচ্ছপ আসল নয় বরং পিতল, কাঁসা কিংবা রুপো দিয়ে তৈরি একটি ছোট কচ্ছপ এনে রাখুন বাড়িতে। বাস্তুশাস্ত্রে বলছে, বাড়িতে যদি ধাতুর কচ্ছপ থাকে তাহলে তা সুখ এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। এর শুভ গুণে সাফল্য আসে জীবনে।
* লাফিং বুদ্ধা : অনেকের বাড়িতেই লাফিং বুদ্ধা আনা হয়। তবে লাফিং বুদ্ধা বাড়ির সঠিক জায়গায় না রাখলে সমস্যা আরও বাড়তে পারে । এই লাফিং বুদ্ধা সবথেকে ফলদায়ক হিসেবে প্রমাণিত হতে পারে। কিন্তু তাকে রাখতে হবে বাড়ির উত্তর-পূর্ব দিকে। এতে আর্থিক সচ্ছলতা মেলে আশীর্বাদ স্বরূপ।
* তুলসী গাছ : হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে তুলসী গাছ নতুন কোন বিষয় নয়। এমনিতেই তুলসী গাছকে হিন্দুরা দেবী রূপে পুজো করি। প্রচলিত বিশ্বাস এবং হিন্দু ধর্ম মতে তুলসী গাছ যেখানে থাকে সেখানে ইতিবাচক শক্তির প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও যেই পরিবারে তুলসী গাছ রয়েছে সেখানে বিষ্ণুর আশীর্বাদ সর্বদা থাকে বলে মনে করা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম