চোখের জলে শেষ হল গৌরী এলো! শেষ দিনের শুটিংয়ে কী হল?

।। প্রথম কলকাতা ।।

একে অন্যকে জড়িয়ে ধরে অঝোরে কান্না। কাঁদতে কাঁদতেই হলো গৌরী এলোর শেষ পর্বের শুটিং। সেটের ছোট থেকে বড় সকলেরই চোখে জল। একসাথে থাকতে থাকতে শুটিং সেট যেন দ্বিতীয় পরিবার হয়ে যায়। তাই শেষ পর্বের শুটিং মানে আর দেখা হবে না সকলেই কেঁদে ভাসালেন। হাপুস নয়নে কাঁদলেন গৌরী এলোর স্বয়ং গৌরীও। বিজ্ঞান আর ধর্মের মিশেলে গৌরী এলো। এই সিরিয়ালের নায়ক নায়িকা ইশান-গৌরী। ধারাবাহিকের নায়িকা হিসেবে অভিনয় করেছেন মোহনা মাইতি। নায়ক হলো বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। এখানে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। কিন্তু এই চরিত্র গুলোকে আর দেখতে পাবেন না। শেষ পর্বে শুটিং হয়ে গেল। কেন বন্ধ হচ্ছে এই ধারাবাহিক?

ঈশান ও গৌরীর মেয়ে হওয়ার পর থেকেই ধারাবাহিকে লেগেছিল নতুন রং। তারপর ফের টিআরপি কমতে থাকে খেলনা বাড়ির সঙ্গে এই এক ধারাবাহিকের টাইম স্লট বদলেছিল। নিউ এজ ড্রামার সঙ্গে পেরে উঠছিল না দেবতাকেন্দ্রিক ধারাবাহিক গৌরী এলো। পাঠিয়ে দেওয়া হয় রাত ১০ টায়। এরপর টিআরপি আরও কমতে থাকে অবশেষে শেষ হচ্ছে ধারাবাহিকটি। গত বছর খুব ধুমধাম করে পালিত হয়েছিল কালীপুজো গৌরী এলো-র সেটে। রীতি মেনে এ বছরও পুজোর আয়োজন করা হয়। সিরিয়ালের কলাকুশলী থেকে শিল্পীরা, সকলেই খুব মানেন ঘোমটা কালীকে। গৌরী এলো-র গল্প ঘোমটা কালীকে ঘিরেই এগিয়েছে প্রথম থেকে। মায়ের এক রূপ হিসেবে ধরা হয় গৌরীকে। এখানে কালী ঠাকুর গৌরীর কথা শোনেন। সেই ঘোমটা কালীর মন্দিরও রয়েছে সেটেই। কালীপুজোর রাতে ভক্তিভরে গৌরি এলোর সেটেই হয় পুজোর আয়োজন। পুজোর আয়োজনে শেষ পর্যন্ত ছিলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। নিজে হাতে সকলকে ভোগ পরিবেশ করেন। সেটে মা কালীর মন্দির তাই সেখানেই পুজো ব্যবস্থা করেছিল গৌরি এল-র ইউনিট। গতবছরের পর এবছর শুধু তাই নয় হরেক রঙের আতসবাজির খেলায় মেতে উঠলেন অভিনেতা অভিনেত্রীরা। অভিনেত্রীরা সকলেই উপোস করেছিলেন।রাতে বাদবাকিদের সাথে পুজো দেন চান্দ্রেয়ীও। সে পুজোর ভিডিও আমরা দেখিয়েছি দর্শকদের।

ঘোমটা কালীর মন্দির প্রতিষ্ঠার গল্প গৌরী এলোর এপিসোডই শোনা যায়। মা কালী নিজের ভক্তকে মন্দির গড়ার নির্দেশ দেন। সেই ভক্ত তার আজ্ঞা পালন করে। মুখ না দেখতে পেয়ে শিব ঠাকুর স্ত্রীকে চিনতে পারেননি। স্বামী তাকে চিনল না? রাগে ঘোমটা দিয়েছিলেন মা। তারপরেই ঘোষাল বাড়ির ঘোমটা কালীর মন্দির তৈরি হয়।মন্দির ঘিরেও কলাকুশলী থেকে তারকাদের অনেক স্মৃতি। ঘোমটা কালি যেন তাদের জীবনের সাথে জড়িয়ে গিয়েছেন। তাই কোথাও যেন পিছুটান রয়ে গেল।কিন্তু গৌরী এলো শেষ হলে ঘোমটা কালীর মন্দির কি হবে তা জানা যায়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version