Michigan: মিশিগানে পেপার মিলে ছত্রাকের প্রাদুর্ভাব, মৃত ১

।। প্রথম কলকাতা ।।

Michigan: মিশিগান রাজ্যের এস্কানাবা সিটিতে ছত্রাকের প্রাদুর্ভাব। মৃত্যু হয়েছে ১ জনের। আপার পেনিনসুলার কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তারা এস্কানাবা শহরের বিলেরুড পেপার মিলের সাথে যুক্ত একটি ছত্রাকের প্রাদুর্ভাবের তদন্ত করছেন, ইতিমধ্যেই এর কারনে মৃত্যু হয়েছে একজনের এবং কমপক্ষে ২১ জনকে অসুস্থ বলে খবর । ছত্রাকের প্রাদুর্ভাবের সাথে জড়িত পেপারমিলটি তিন সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর মিলেছে।

ডেল্টা এবং মেনোমিনি কাউন্টির জনস্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা মাইকেল স্নাইডার বলেছেন, যে ব্যক্তি মারা গেছেন তিনি একজন ঠিকাদার ছিলেন। যিনি মিলটিতে কাজ করতেন। ডেল্টা এবং মেনোমিনি কাউন্টির জনস্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা মাইকেল স্নাইডার গত শুক্রবার এক বিবৃতিতে ৭ এপ্রিল ১৯টি ব্লাস্টোমাইকোসিস আক্রান্তের ঘটনা নিশ্চিত করেন। বৃহস্পতিবার কোম্পানির বিবৃতি অনুসারে নিশ্চিত হওয়া আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২১ জন। এসকানাবা মিল শ্রমিকদের মধ্যে ব্লাস্টোমাইকোসিসের ৭৬ টি সম্ভাব্য আক্রান্তের ঘটনা রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। ইতিমধ্যে ছত্রাকের প্রাদুর্ভাবের জন্য দায়ী মিশিগানের এসকানাবা পেপার মিল তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version