Round Up 2022: বাইশে ফেডেরারের বিদায় থেকে মেসির বিশ্বজয়, ক্রীড়া জগতে আকর্ষণীয় একটি বছর

।। প্রথম কলকাতা ।।

অপেক্ষা আর কয়েকটা দিন। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। গোটা বছরেই একাধিক রেকর্ড, ভাঙাগড়া, স্মরণীয় মুহূর্ত, ইতিহাস সৃষ্টি হয়েছে ক্রীড়া জগতে। রজার ফেডেরারের অবসর থেকে লিওনেল মেসির বিশ্বজয়। একবার এক নজরে দেখে নেওয়া যাক, ২০২২ সালে ক্রীড়া মহলের প্রাপ্তি কী কী? সাফল্য এবং ব্যর্থতা মিলিয়ে কেমন কাটল এই বছরটা?

 

জোকোভিচের নিষেধাজ্ঞা : জানুয়ারিতে ১০তম অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে কোভিড টিকা না নেওয়ায় নোভাক জোকোভিচের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া প্রশাসন। ইউএস ওপেন থেকেও বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞাও দেওয়া হয় সার্বিয়ান টেনিস তারকাকে। কিন্তু জুলাইয়ে সপ্তম উইম্বলডন শিরোপা জেতেন জোকোভিচ।

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব : ফেব্রুয়ারীতে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের প্রভাব পড়ে ক্রীড়াজগতে। রাশিয়া, ইউক্রেন এবং রাশিয়াকে সমর্থনকারী বেলারুশকে বিশ্ব ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। রাশিয়াকে ফুটবল বিশ্বকাপ এবং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে ব্যান করা হয়। পাশাপাশি উভয় দেশের টেনিস খেলোয়াড়দের উইম্বলডন থেকে নিষিদ্ধ করা হয়।

 

শেন ওয়ার্নের মৃত্যু : মার্চ মাসে থাইল্যান্ডের একটি বিলাসবহুল রিসোর্টে মাত্র ৫২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন। লেগ-স্পিনের এই জাদুকর ১৯৯০-এর দশকে একটি প্রভাবশালী অস্ট্রেলিয়ান দলের অংশ হিসাবে ৭০৮ টেস্ট উইকেট নিয়েছিলেন।

 

কমনওয়েলথে মহিলা ক্রিকেট: ২০২২ সালে প্রথমবার কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেটের অন্তর্ভুক্তি। সেই সঙ্গে ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফিরিয়ে আনা হয়। প্রথমবার কমনওয়েলথ গেমসে উত্তেজনাপূর্ণ ফাইনালে ভারতকে ৯ রানে হারিয়ে স্বর্ণপদক জেতে অস্ট্রেলিয়া মহিলা দল। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতের প্রমীলাবাহিনীকে।

 

নিরজ চোপড়ার সোনা জয়: প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগে সোনা জেতেন অলিম্পিক স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া।

 

রজার ফেডেরারের বিদায়: ২০২২ সালে টেনিস কোর্টকে বিদায় জানান কিংবদন্তি টেনিস তারকা রজার ফেডেরার। দীর্ঘস্থায়ী হাঁটুর চোট কাটিয়ে উঠতে পারেননি। সেপ্টেম্বরে মাত্র ৪১ বছর বয়সে টেনিস কোর্টকে বিদায় জানান ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। ফেডেরার নিজের ক্যারিয়ারে মোট ১০৩টি শিরোপা অর্জন করেছেন।

 

সেরেনা উইলিয়ামসের বিদায়: ইউএস ওপেনের পর পেশাদার টেনিসকে বিদায় জানান সেরেনা উইলিয়ামস। ৪১ বছর বয়সী টেনিস কিংবদন্তি জানিয়েছিলেন নিজের পরিবারকে এ বার সময় দিতে চান। একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রথম বার নিজের অবসরের কথা জানান সেরেনা। তিনি ২৩টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন।

 

ঈশান কিষাণ ডাবল সেঞ্চুরি : বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে বিশ্বের দ্রুততম ওডিআই ডাবল সেঞ্চুরি করেন ঈশান কিষাণ। ভারতীয় এই তরুণ ওপেনার ১২৬ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। একদিনের ক্রিকেট ইতিহাসে এটাই দ্রুততম ডাবল সেঞ্চুরি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন।

 

মেসির বিশ্বজয় : ৩৬ বছরের খরার পর অবশেষে মেসির হাত ধরে বিশ্বজয় আর্জেন্টিনার। নিজের অধরা স্বপ্নপূরণ করেছেন ফুটবলের বরপুত্র। ট্রাইব্রেকারে ফ্রান্সকে তৃতীয়বার সোনালী ট্রফি ঘরে তুলেছে

Exit mobile version