WPL: মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দলের বোলিং কোচ হলেন ভারতের প্রাক্তন পেসার ঝুলন গোস্বামী

।। প্রথম কলকাতা ।।

 

মহিলা প্রিমিয়ার লিগে (WPL) মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দলে বোলিং কোচ এবং পরামর্শদাতা হিসাবে যোগদান করলেন ঝুলন গোস্বামী। যোগদানের পর উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন পেসার। দলের প্রধান কোচ হচ্ছেন প্রাক্তন ইংল্যান্ড মহিলা দলের অধিনায়ক শার্লট এডওয়ার্ডস এবং ভারতের প্রাক্তন অলরাউন্ডার দেবীকা পালশিকার দলের ব্যাটিং কোচ হবেন এবং তৃপ্তি চাঁদগাদকর ভট্টাচার্যকে দলের ম্যানেজার নিযুক্ত করা হয়েছে।

 

ঝুলন গোস্বামী বিশ্ব মহিলা ক্রিকেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বোলারদের একজন হিসেবে বিবেচিত। পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ২০ বছরের ক্যারিয়ারে তিনি ৩৫০টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। মহিলাদের ওয়ানডে ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়ার পাশাপাশি মহিলাদের বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে তাঁর দখলে।

 

এদিন সোশ্যাল মিডিয়ায় ঝুলন গোস্বামী বলেন, “হ্যালো, পল্টন। মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দলে বোলিং কোচ এবং মেন্টর হিসেবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। আমি সত্যিই মেয়েদের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ, আমার পাশে রয়েছে শার্লট এবং দেবীকা। মুম্বাই ইন্ডিয়ান্স সবসময় একটি বিজয়ী মানসিকতা রাখে এবং আমরা সেই উত্তরাধিকার বহন করতে চাইব। শীঘ্রই দেখা হবে।”

 

Exit mobile version