Salman Khan: দক্ষিণের সংস্কৃতিকে অশ্রদ্ধা করেছেন সলমন, ভাইজান’কে বিঁধলেন প্রাক্তন ক্রিকেটার

।। প্রথম কলকাতা ।।

Salman Khan: ‘সহি কা হোগা সহি, গলত কা গলত’ ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজারের শুরুতেই সলমন খানের ফাটাফাটি ওয়ান লাইনার। ১ মিনিট ৪০ সেকেন্ডের টিজারে একদম চেনা মেজাজে ধরা দিয়েছিলেন ভাইজান। জানুয়ারি মাসে টিজার মুক্তি পাওয়ার পর অপেক্ষা কবে মুক্তি পাবে ছবি। কিন্তু শুরুতেই যদি বিপত্তি দেখা দেয় তাহলে আগামীতে কি হবে সেটি এখন দেখার। কেননা ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ‘ইয়েনতম্মা’ গান মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে । মন্দির চত্বরে ‘লুঙ্গি’র ভিতরে হাত ঢুকিয়ে নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই একের পর এক তির্যক মন্তব্য ধেয়ে আসছে । দক্ষিণের সংস্কৃতিকে কি বিকৃত করে দেখানো হচ্ছে বলিউডে ? সমাজমাধ্যমে তীব্র সমালোচনা করতে দেখা গেছে প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণকে । শুধু তাই নয় কেউ কেউ আবার প্রশ্ন তোলেন মন্দিরে ঢুকে কি ভাবে জুতো পরে নাচতে পারে ? যতই এটা সিনেমার সেট হোক, মন্দিরই তো। এই সিনেমা এখনই নিষিদ্ধ করা উচিত বলেও আওয়াজ তুলতে দেখা যায় অনেককে।

হলুদ রঙের শার্টের সঙ্গে কোমরে জড়ানো সাদা ধুতি পরে নাচতে দেখা গেছে বলিউড ভাইজানকে। সলমন খানের পাশে নাচছেন ভেঙ্কটেশ ডগ্গুবতী এবং রাম চরণকেউ। এই গানের ভিডিওতেই সরব হয়েছেন কেউ কেউ। খাটো ধুতি লুঙ্গির মতো করে পরে মন্দির চত্বরে সলমন খানের উদ্দাম নাচ ভাল লাগেনি দক্ষিণের বাসিন্দাদের। দর্শকের একাংশের দাবি মন্দিরের সামনে ধুতির ভেতর হাত দিয়ে এমন নাচ করা উচিত হয়নি। এই নাচ দেখে লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ লিখেছেন, ‘ভীষণ রকম হাস্যকর! এ তো আমাদের দক্ষিণ ভারতের সংস্কৃতির অবমাননা। এটা লুঙ্গি নয়, ধুতি। ধ্রুপদী পোশাককে ঘৃণ্য ভাবে দেখানো হয়েছে’।

প্রসঙ্গত, ফারহাদ সমজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি দক্ষিণের ‘বীরম’ ছবির রিমেক। চলতি বছর ঈদের দিন মুক্তি পাবে এই ছবি। আগামীদিনে এই ছবি কতটা সাফল্য পায় সেটাই এখন দেখার।

https://twitter.com/LaxmanSivarama1/status/1644617182016602112?s=20

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version