Harbhajan Singh: ভারতীয় দলে বিভিন্ন ফরম্যাটে ভিন্ন কোচ থাকার পক্ষে সওয়াল করলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং

।। প্রথম কলকাতা ।।

 

ভারতীয় দলের বিভিন্ন ফরম্যাটে বিভক্ত কোচ থাকার পক্ষে সায় দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। সংযুক্ত আরব আমিরাতের ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পরে ভারতের জন্য বিভক্ত অধিনায়ক এবং কোচের আহ্বান জানানো হয়। যার পরে বিরাট কোহলি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। হরভজন এই নীতিকে সমর্থন জানিয়েছেন।

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে প্রাক্তন ক্রিকেটার বলেন, কেউ অন্যভাবে পরিকল্পনা করা ভাল এবং ইংল্যান্ডের উদাহরণ তুলে ধরেন। হরভজন পরামর্শ দিয়েছেন যে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য বীরেন্দ্র শেহবাগ বা আশিস নেহরার মতো কাউকে আনা ভারতের জন্য ভাল হবে।

 

হরভজন বলেন, “হ্যাঁ, আপনার দুইজন অধিনায়ক আছে, তাই আপনার দুইজন কোচ থাকতে পারে। কেন না? যার পরিকল্পনা ভিন্ন। যেমনটা ইংল্যান্ড করেছে ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে। বীরেন্দ্র শেহবাগ বা আশিস নেহরার মতো কেউ যিনি গুজরাট টাইটান্সের সঙ্গে কাজ করেছেন এবং হার্দিক পান্ডিয়া অধিনায়ক হিসাবে তার প্রথম টুর্নামেন্ট (আইপিএল) জিতেছেন। তাই, এমন কাউকে নিয়ে আসুন যিনি টি-টোয়েন্টির ধারণা এবং খেলার চাহিদা বোঝেন।”

 

তিনি আরও বলেন, “কোচ জানেন টি-টোয়েন্টি ক্রিকেটে ফোকাস। বলুন যদি আশিস নেহরা টি-টোয়েন্টি কোচ হন, তাহলে তিনি জানেন যে তাঁর কাজ হল ভারতীয় দলকে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়ন করা, এবং রাহুল দ্রাবিড় জানেন যে কীভাবে ভারতীয় দল টেস্ট এবং ওয়ানডেতে এক নম্বর হতে পারে, তার জন্য তাঁকে কাজ করতে হবে। “

Exit mobile version