।। প্রথম কলকাতা।।
Football Supporter: বিশ্বকাপ ফুটবলের জোয়ারে গা ভাসিয়েছে সবাই। বাদ যায়নি বিনোদন জগতের তারকারাও। এমনকি ঢালিউড ইন্ডাস্ট্রিও ভাগ হয়ে গিয়েছে বিভিন্ন দলে। কেউ মেসির সাপোর্টার তো কেউ নেইমারের। ঢালিউড ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টারই বেশি। তবে কোন তারকা কাকে সমর্থন করছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের শেষ নেই। কে চাইছেন আর্জেন্টিনা জিতবে ট্রফি?
কাতার বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। আর ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সমর্থক। তবে শুধু তিনি একাই নন, তাঁর গোটা পরিবারের পছন্দ নেইমার। অন্যদিকে দিয়েগো মারাদোনার খেলা দেখে আর্জেন্টিনার পতাকা হাতে তুলেছেন চঞ্চল চৌধুরী। কিন্তু সেই কিংবদন্তি খেলোয়াড় দু’বছর আগেই চলে গিয়েছেন না ফেরার দেশে। তবে মেসির নেতৃত্বে আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী চঞ্চল বাবু।
এদিকে কাতার বিশ্বকাপে মেসির হাতে ট্রফি দেখতে চান জাহিদ হাসান। আর্জেন্টিনার খেলাতেই নিজের ভালোলাগাগুলোকে খুঁজে পেয়েছেন এই অভিনেতা। তবে তারই সঙ্গে রোনাল্ডো আর নেইমারের খেলাও বেশ পছন্দ এই অভিনেতার। অন্যদিকে আরিফিন শুভ ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত। ঢাকাই অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার পছন্দের দল মেসির আর্জেন্টিনা। যতদিন খেলা চলবে ততদিন নীল-সাদা জার্সির দলকেই সমর্থন জানাবেন তিনি। জনপ্রিয় চিত্রনায়ক ফিরদৌস আহমেদও আর্জেন্টিনার সমর্থক। একইভাবে মারাদোনার খেলা দেখে এই দলের প্রতি ভালো লাগা তাঁর। ঢালিউড ইন্ডাস্ট্রির পরিচিত অভিনেতা নিরবও আর্জেন্টিনার সমর্থক। সোশ্যাল মিডিয়ায় বরাবরই নীল-সাদা জার্সির জন্য তাঁর ভালোবাসা জাহির করেছেন এই অভিনেতা।
অভিনেতাদের পাশাপাশি অভিনেত্রীদের মধ্যেও কাতার বিশ্বকাপ নিয়ে উচ্ছাস কম কিছু নয়। অভিনেত্রী পূজা চেরি মায়ের কাছে মারাদোনার গল্প শুনে, আর্জেন্টিনাকে পছন্দ করতে শুরু করেন। এরপর নিজে বড় হয়ে মেসির বা পায়ের জাদু দেখেছেন। আর তারপরেই পছন্দের দল হিসেবে বেছে নিয়েছেন এটিকেই। ট্রফি হাতে মেসিকেই দেখতে চান এই অভিনেত্রী। অন্যদিকে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরানও আর্জেন্টিনার অন্ধ ভক্ত। ছোটবেলা থেকেই নীল-সাদা জার্সির এই দলকে তাঁর পছন্দ। প্রিয় খেলোয়ার মেসির ঝুলিতে এবার বিশ্বকাপের ট্রফি দেখতে চান সঙ্গীতশিল্পী। এদিকে কাজের ফাঁকে ব্রাজিলের খেলা দেখতে একদমই ভুলে যান না জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী প্রথম থেকেই ব্রাজিলের সমর্থক। তিনি মনে করছেন এবারের বিশ্বকাপে পেলে ও রোনাল্ডোর ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হবেন নেইমার ও তাঁর দল।
বাংলাদেশি চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ব্রাজিলের সক্রিয় ভক্ত। চিত্র নির্মাণ ছাড়াও ব্রাজিলের খেলা দেখতে বেশ পছন্দ করেন তিনি। পেলের ঐতিহ্য ঘেরা দলটিতে তাঁর আস্থা রয়েছে। এছাড়া আর্জেন্টিনার মেসির খেলাও বেশ পছন্দ তাঁর। তবে পছন্দের তালিকায় ব্রাজিলই আগে আসে তাঁর কাছে। ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্বর প্রিয় দল ব্রাজিল। কাজের শিডিউল এমনভাবে তৈরি করেন, যাতে প্রিয় দলের খেলা কোনওভাবেই মিস না হয়। গায়ক আসিফ আকবরের পছন্দও ব্রাজিল। তিনি গায়ক হওয়ার আগে খেলার সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি অপু বিশ্বাসের পছন্দ ব্রাজিলকেই। এক কথায় দেখতে গেলে বাংলাদেশি তারকাদের পছন্দ বেশি আর্জেন্টিনাকে। বেশিরভাগ তারকারাই নীল-সাদা জার্সির দলকে সমর্থন করেন। এবারের বিশ্বকাপে ট্রফি মেসির হাতে দেখতে চায় অনেকেই। তবে এটা পরিষ্কার বোঝা গিয়েছে যে, কাতার বিশ্বকাপ নিয়ে মাতামাতি ওপার বাংলার বিনোদন জগতেও রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম