FIFA World Cup 2022: শুরুর আগেই হৃদয় ভাঙল ফুটবলপ্রেমীদের! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই তারকারা

 

।। প্রথম কলকাতা ।।

 

অপেক্ষার আর মাত্র ৮ দিন। তারপরেই শুরু হয়ে যাবে ফুটবলের মহাযজ্ঞ। প্রথমবার শীতকালে বিশ্বকাপ এর আগে কখনও দেখেনি ফুটবলবিশ্ব। কাতারের মরুভূমিতে ঝড় তুলবেন মেসি-রোনাল্ডো-নেইমারের মতো তারকারা। তারকাদের পায়ের জাদুতে মাতবে বিশ্ব ফুটবল। তবে হৃদয় ভেঙেছে ফুটবলপ্রেমীদের। বেশকিছু তারকা ছিটকে গেছেন বিশ্বকাপ ফুটবল ২০২২ (FIFA World Cup 2022) থেকে। যাদের পায়ের দর্শনীয় কারুকার্য দেখতে পাবে না বিশ্বফুটবল। চলুন জেনে নেওয়া যাক কোন কোন তারকারা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন

 

পল পোগবা (ফ্রান্স) : তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে ফরাসি শিবিরের স্বপ্নে বড় ধাক্কা দলের মাঝমাঠের অন্যতম ভরসা পল পোগবার চোট। পোগবা প্রাক-মরশুমে তার হাঁটুতে চোট পান এবং সেপ্টেম্বরে তাঁর অস্ত্রোপচার হয়। ৩১ অক্টোবর তার এজেন্ট জানিয়ে দেন পোগবা বিশ্বকাপের আগে জুভেন্টাস বা বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে মাঠে ফিরবেন না।

 

এনগোলো কন্তে (ফ্রান্স) : ফরাসি শিবিরের আরও একটি বড় ধাক্কা এনগোলো কন্তের চোট। গতবার ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য ছিলেন কন্তে। বিশ্বকাপের আগেই হামস্ট্রিংয়ে চোট পান ফরাসি মিডফিল্ডার। অস্ত্রোপচার করানোর পর চার মাস মাঠের বাইরে থাকতে হবে কন্তেকে। তাই বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ এনগোলো কন্তের।

 

দিয়োগো জোতা (পর্তুগাল): পর্তুগাল দলের অন্যতম ভরসা দিয়োগো জোতা।লিভারপুল ফরোয়ার্ড ম্যানচেস্টার সিটির বিপক্ষে কাফ মাসলে ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে পারবেন না। তবে প্রিমিয়ার লিগ ক্লাবের ম্যানেজার জার্গেন ক্লপ বলেছেন যে তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে না।

 

জার্মানির টিমো ওয়েরনার (জার্মানি) : ২৬ বছর বয়সী আরবি লিপজিগ ফরোয়ার্ড নভেম্বরের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শাখতার ডোনেটস্কের বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন এবং ২০২২ সালের বাকি সময়ের জন্য ছিটকে যান।

 

রিস জেমস (ইংল্যান্ড): ২২ বছর বয়সী চেলসির এই রাইট ব্যাক অক্টোবরে এসি মিলানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হাঁটুতে চোট পান। জানা যায় আট সপ্তাহের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। তাই বিশ্বকাপে খেলার আশা শেষ জেমসের।

 

সাদিও মানে (সেনেগাল): ছোট দলের বড় তারকা বলা হয় তাকে। সাদিও মানেকে ঘিরেই স্বপ্ন দেখছিল সেনেগাল। সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই ছিটকে গেলেন তিনি । মঙ্গলবার ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পান এই বায়ার্ন মিউনিখ তারকা।

 

পাওলো দিবালা (আর্জেন্টিনা): রোমার কোচ হোসে মোরিনহো জানান, আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা লিসের বিপক্ষে ম্যাচে পেনাল্টি নেওয়ার সময় উরুর পেশিতে টান ধরে। এবং খুব খারাপ চোট পান। এই চোটই ভোগাচ্ছে দিবালা’কে। আর্জেন্টিনা দলের নির্ভরযোগ্য ফরোয়ার্ডের ছিটকে যাওয়া যথেষ্ট ধাক্কা দিয়েছে নীল-সাদা জার্সিধারীদের।

 

অ্যাঞ্জেল ডি মারিয়া (আর্জেন্টিনা) : লিওনেল মেসির পর আর্জেন্টিনা দলের অন্যতম সদস্যের নাম অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০২১ সালে ২৮ বছর পর দেশকে এনে দিয়েছিলেন কোপা আমেরিকার খেতাব। তার একমাত্র গোলেই ব্রাজিলের বিরুদ্ধে জয় পায় আলবিসেলেস্তেরা। সেই ডি মারিয়ার চোটই বড় ধাক্কা আর্জেন্টিনা শিবিরে। জুভেন্টাসের হয়ে ইজরায়েলের ক্লাব ম্যাকাবি হাইফার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান।

Exit mobile version