।। প্রথম কলকাতা ।।
ভারতের তরুণ তারকা শুভমান গিলের প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ সেঞ্চুরি করার পরে ভারত অধিনায়ক বলেন তরুণ ব্যাটার দুর্দান্ত পরিপক্কতা রয়েছে। কিউইদের বিরুদ্ধে গিলের মনে রাখার মতো একটি সিরিজ ছিল। তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন। দ্বিতীয় ওয়ানডেতে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপর তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে করে ১১২ রান। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ সিরিজের সেরা নির্বাচিত হন ভারতের এই তরুণ ব্যাটার।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারত অধিনায়ক বলেন, “সিরিজে সে যেভাবে ব্যাটিং করছিল, সিরিজের আগে, আমি মনে করি না খুব বেশি কিছু বলার দরকার আছে। সে তার খেলা খুব ভালো বোঝে। আপনি দেখতে পাচ্ছেন, তিনি তার ইনিংসটি সত্যিই দুর্দান্ত গতিতে চালাচ্ছেন। ওয়ানডে ক্রিকেটে আপনি এটাই চান। আপনি খেলার গভীরে যেতে চান। তিনি তা দেখিয়েছেন। তিনি পেয়েছেন বড় শতরান।”
তিনি আরও বলেন, “পিচ যত সমতলই হোক না কেন, কিন্তু ডাবল সেঞ্চুরি পাওয়া সহজ নয়। তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে গভীর ব্যাট করতে হবে। একটি সেট ব্যাটারকে যতক্ষণ সম্ভব ব্যাট করতে হবে। এবং সেই কারণেই আমরা সেই খেলায় ৩৫০ প্লাস পেয়েছি।”
ওডিআই ক্রিকেটে তিনি যেভাবে ব্যাটিং করছেন তা দেখার মতো। ভারত অধিনায়ক বলেছেন যে ২২ বছর বয়সী ব্যাটারের জন্য মূল বিষয় হল যে তিনি তার খেলাটি সত্যিই ভাল বোঝেন। রোহিত বলেন, “দারুণ পরিপক্কতা পেয়েছেন তিনি। যেভাবে সে তার খেলা নিয়ে চিন্তা করে, যেভাবে সে খেলার দিকে এগিয়ে যায়। এতটুকুই বলতে পারি, তার সঙ্গে আমি খুব বেশি ক্রিকেট খেলিনি। কিন্তু প্রথমবার যখন তাকে দেখেছিলাম অস্ট্রেলিয়ায়, সেই টেস্ট সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গাব্বায় টেস্ট ম্যাচে তিনি কেমন ব্যাটিং করেছিলেন তা আমরা সবাই জানি। টেস্ট ক্রিকেটে তার ভালো সময় কেটেছে। তবে ওয়ানডে ক্রিকেটে যেভাবে ব্যাটিং করছেন তা দেখতে অসাধারণ। আমি শুধু অনুভব করি যে সে তার খেলাটি সত্যিই ভাল বোঝে এবং এটাই সাফল্যের মূল চাবিকাঠি।”