ISL 2023: প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন, শিরোপা জয়ের পর নাম বদল এটিকে মোহনবাগানের

।। প্রথম কলকাতা ।।

 

শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে টাইব্রেকারে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। প্রথম বারের মতো আইএসএল ট্রফি জিতল গঙ্গাপাড়ের ক্লাবটি। এটিকের ঐতিহ্য ধরে রেখে শিরোপা ঘরে তুললো মোহনবাগান। দু’বছর আগে ফাইনালে উঠে মুম্বই সিটি এফসির কাছে হারতে হয়েছিল তাদের। এদিন ফাইনালের লড়াই দেখে সমর্থকদের চোখে ভেসে উঠেছে বিশ্বকাপের আর্জেন্টিনা-ফ্রান্স রোমাঞ্চকর ফাইনাল। একবার গোল করে এগিয়েছে আর্জেন্টিনা তো পরক্ষণেই গোল করে সমতায় ফিরেছে ফ্রান্স। টাইব্রেকারে ট্রফি ঘরে তোলে মেসির আর্জেন্টিনা। এদিন ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালের পরিসমাপ্তি ঘটল পেনাল্টি শুটআউটে।

শুরু থেকেই ম্যাচে দাপট দেখাতে থাকে জুয়ান ফেরান্দোর দল।উত্তেজনাপূর্ন ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। ৪-৩ গোলে সুনীল ছেত্রীর দলকে হারিয়ে শিরোপার মুকুট পড়ল এটিকে মোহনবাগান। প্রথমার্ধের শেষ দিকে ১-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন শিবির। যার নেপথ্যে ছিলেন মোহনবাগানের প্রাক্তন তারকা রয় কৃষ্ণা। কর্নার বাঁচাতে গিয়ে হাতে বল লাগিয়ে ফেলেন ফিজি তারকা। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতস। পরক্ষণেই বেঙ্গালুরু এফসিকে সমতায় ফেরান সুনীল ছেত্রী। পেনাল্টি থেকে স্কোরলাইন ১-১ করেন বেঙ্গালুরু অধিনায়ক।

 

আগাগোড়া ম্যাচে আধিপত্য বজায় রাখে এটিকে মোহনবাগান। মাঝে কিছুটা সময় বেঙ্গালুরু প্রাধান্য দেখালেও প্রভাব ফেলতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুটা ধীরে করলেও। আস্তে আস্তে ম্যাচের রাশ হাতে নেয় ফেরান্দোর দল। পাল্টা আক্রমণে ৭৮ মিনিটের মাথায় সুরেশ সিংহের কর্নার কিক থেকে শূন্যে লাফিয়ে হেডে দুরন্ত গোল করেন রয় কৃষ্ণা। পুরোনো দলের বিরুদ্ধে গোল করে এদিন কোন সেলিব্রেশন করেননি একসময়ের মোহনবাগানের প্রাণভোমরা। ২০২০-২১ মরসুমে আইএসএলে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন কৃষ্ণ।

 

দ্বিতীয়ার্ধের শেষ হতে হাতে মাত্র আর ছয় মিনিট। অনেকেই ভেবেছিলেন হয়তো আর পারল গোল শোধ করতে পারল না এটিকে মোহনবাগান। ঠিক পরক্ষণেই আবারও রোমাঞ্চ। কিয়ান নাসিরিকে ফাউল করে বসেন পাবলো পেরেজ। পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন অস্ট্রেলিয়ান তারকা পেত্রাতস। খেলার অতিরিক্ত সময়ে কোনও দলই আর গোল করতে পারেনি। খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ব্রুনো র‌্যামিরেসের শট আটকে দিয়ে ম্যাচের নায়ক বনে যান বিশাল কাইথ। এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরুর এফসির আর কোনও ফুটবলার গোল করতে ভুল করেননি।

 

এটিকে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরেই বড় ঘোষণা আইপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার। মোহনবাগানের নামের সামনে থেকে সরে গেল ‘এটিকে’। পরের মরসুম থেকে দলের নতুন নাম দেওয়া হয়েছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’। আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার দলের নাম ‘লখনউ সুপার জায়ান্টস’। সেই নামের আদলেই ফুটবল দলের নাম রাখলেন তিনি। ২০২০ সালের ১০ জুলাই মোহনবাগানের সঙ্গে সংযুক্তি হয় এটিকের।

Exit mobile version