Sidu Moose Wala: অবশেষে আটক, ক্যালিফোর্নিয়ায় ধৃত মুসে ওয়ালা হত্যাকাণ্ডের মূল চক্রী

।। প্রথম কলকাতা ।।

Sidhu Moose Wala: অবশেষে সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ডের মূল চক্রীকে ক্যালিফোর্নিয়া থেকে আটক করা হয়েছে। ঘটনার ৬ মাস পর হাতে এসেছে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। পঞ্জাবি গায়কের মারা যাবার খবর জানাজানি হতেই গোল্ডি ব্রার হত্যার দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। জানিয়েছিলেন, প্রতিশোধ নিতেই এই কাজ করেছেন তিনি।

‘DNA’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় গোয়েন্দাদের সূত্র নিশ্চিত করেছে যে গোল্ডি ব্রারকে ক্যালিফোর্নিয়ায় আটক করা হয়েছে। পাশাপাশি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত খবর অনুযায়ী পঞ্জাবের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন আটক করা হয়েছে গোল্ডি ব্রারকে। উল্লেখ্য, ২৯ মে পঞ্জাবের মানসা জেলায় গুলি করে হত্যা করা হয় সিধু মুসে ওয়ালাকে। ১৯টির কাছাকাছি গুলি লেগেছিল তাঁর। গুলিবিদ্ধ হয়েছিলেন সিধুর তুতো ভাই ও তাঁর বন্ধু। যে ঘটনার দায়ই স্বীকার করেন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ব্রার। বিষ্ণোইয়ের নির্দেশে গায়ককে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

বিগত ছয় মাস ধরে এই গ্যাংস্টারের খোঁজ চলছিল। গায়কের হত্যাকাণ্ডের পরই আমেরিকায় পালিয়ে যান বলে খবর। ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২০ নভেম্বর থেকে ক্যালিফোর্নিয়াতে গা ঢাকা দিয়েছিলেন ব্রার। খবর আসে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে। আর সেই মতোই ক্যালিফোর্নিয়া সরকারের সহযোগিতায় অভিযান চালানো হয়। যদিও এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

পুলিশের খাতায় গ্যাংস্টার বলে নাম নথিভুক্ত রয়েছে ২৮ বছরের গোল্ডির। ২০১৭ থেকে তিনি কানাডাবাসী। পড়ুয়া হিসেবে সে দেশে গিয়েছিলেন, কিন্তু পরে একাধিক হত্যা ও অপরাধের ঘটনায় তার নাম জড়িয়েছে। এমনকি বেআইনিভাবে অস্ত্র পাচার চক্রের সঙ্গেও নাকি জড়িত তিনি। মুসে ওয়ালা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তার নাম প্রকাশ্যে আসতেই, তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে প্রশাসন। শেষমেশ ছ’মাসের প্রচেষ্টা কাজে এসেছে। এখন তাকে ভারতে নিয়ে আসার তোড়জোড় চলছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version