Bhuban Badyakar: হুমকির ভয়, বাড়ি ছাড়া বাদাম কাকু! কোথায় ঠাঁই হল?

।। প্রথম কলকাতা ।।

Bhuban Badyakar: কাঁচা বাদাম গানগেয়ে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন বীরভূমের বাসিন্দা ভূবন বাদ্যকর। ভাঙা একটি মোটরসাইকেল নিয়ে বীরভূমের বিভিন্ন গ্রামে গান গেয়ে তিনি বাদাম বিক্রি করতেন। আর সেই গানই নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাকে দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসা শুরু করে। বিভিন্ন প্রোগ্রামে গান গাওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়। দরিদ্র বাদাম কাকুর ভাগ্য বদলানোর সঙ্গে সঙ্গে ব্যাংক ব্যালেন্সও বাড়তে থাকে। অনেক টাকা খরচা করে তিনি বানিয়েছিলেন বানিয়েছিলেন বিশাল অট্টালিকা। বেশ কিছুদিন পরিবারকে সঙ্গে নিয়ে নিজের তৈরি করা বাড়িতে থাকলেও, এখন তিনি এই বাড়িতে থাকতে পারেন না। নিজের পয়সা পরিশ্রম দিয়ে বানানো বাড়ি ছেড়ে নিজের গ্রাম ছেড়ে তার আস্তানা এখন এক ভাড়া বাড়িতে।

কিন্তু কি এমন হলো যার কারণে ভুবন বাবুকে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে? ভুবনের পরিবার তরফ থেকে জানানো হয়, চারিদিকে তার নাম ছড়িয়ে যাবার পরেই চাঁদার জুলুম শুরু হয় তার বাড়িতে। কোন না কোন কারণ দেখিয়ে তার কাছ থেকে ৫০০ – ১০০০ টাকা চাঁদা চাওয়া হতো। আর টাকা না পেলে ভয় দেখানো হতো। এমনকি তার মোবাইল নিয়েও পালায় জুলুমকারীরা। সেই নিয়ে অতিষ্ঠ ভুবনবাবুকে পালাতে হয় নিজের গ্রাম ছেড়ে। আপাতত দুবরাজপুরে থাকছেন তিনি।

ভুবন বাবু বলেন, এই বাড়ির মাসিক ভাড়া ২৭০০ টাকা। কিন্তু এই ভাড়া কতদিন চালাতে পারবো জানিনা। কপিরাইটের জন্য নিজের তৈরি করা গান গাইতেও পারছি না এবং নতুন গান লিখতেও পারছিনা। তাই রোজগার করার সমস্ত আয় বন্ধ হয়ে গেছে। তিনি আরো বলেন যে, যে গান তাকে জনপ্রিয়তা দিল সেই গানের জন্যই তিনি আজ বাড়ি ছাড়া।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version