Dev: ‘মিঠুনদার সেটে খাবার পৌঁছে দিত বাবা, আজ তাঁর ছবির প্রযোজক’, সিনে জগতের যাত্রাপথ কেমন ছিল দেবের?

।। প্রথম কলকাতা ।।

Dev: ২৫ ডিসেম্বর যিশুর জন্মদিনের পাশাপাশি দেবের জন্মদিন নিয়ে আনন্দের শেষ থাকে না অধিকারী পরিবারে। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘প্রজাপতি’ (Projapoti)। যা মুক্তি পাওয়ার প্রথম থেকেই সাড়া ফেলেছে। সব মিলিয়ে এখন প্রচন্ড মাত্রায় আনন্দিত অভিনেতা। আর এরই মাঝে ‘আনন্দবাজার অনলাইন’-এর সঙ্গে কথা বলেছেন দেব (Dev)।

বড়দিন উপলক্ষে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে নায়কের সোশ্যাল মিডিয়া পেজ। সেইসঙ্গে মিলেছে জন্মদিনের শুভেচ্ছাও। তাই সংবাদমাধ্যমের শুভেচ্ছায় ‘ধন্যবাদ’ ছাড়া আর কিছুই মুখ থেকে বের হল না দেবের। তবে প্রতিবার জন্মদিনের আগেই মুক্তি পায় তাঁর ছবি। সংবাদমাধ্যম থেকে কোনও জ্যোতিষী পরামর্শ দিয়েছেন কিনা জিজ্ঞাসায় অভিনেতা জানান, ‘আমি এইসবে বিশ্বাস করিনা। আমার হাতে কোনও আংটি দেখতে পাবেন না। আমি বিশ্বাস করি মানুষের সঙ্গে ভালো ব্যবহারে, পরিশ্রমে। একটা সময় গিয়েছে যখন মানুষের জুতো দেখে তাঁর বিচার করা হত। এখন দেখা হয় ব্যবহার আর আমার পরিচয় আমার ব্যবহার। হাতে পাথর পরে নিলে তো, মানুষের ব্যবহার বদলাবে না। ভালো আর খারাপ উভয় সময়ই রয়েছে’। তবে এবারের জন্মদিনে কী উপহার পেলেন অভিনেতা? তাঁর কথায়, এই মুহূর্তে উপহার নিয়ে মাতামাতি করার বয়স আর নেই। বয়স বাড়া মানে অভিজ্ঞতা বাড়ছে। যত বয়স বাড়বে তত ভালো।

সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায় দেব বলেন, ‘বাবা যখন মুম্বইয়ে (Mumbai) ক্যাটারিংয়ের ব্যবসা করেন, তখন থেকে পরিচয় মিঠুনদার সঙ্গে। সিনেমার সেটেই প্রথম দেখা হয় তাঁর সঙ্গে। তখন থেকেই টলিউডের (Tollywood) এই জনপ্রিয় অভিনেতাকে স্নেহ করতেন মিঠুন। তখনকার সিনেমার সেটের গল্প একটু হলেও আলাদা ছিল। সদ্য মুক্তি পাওয়া ‘প্রজাপতি’তে শ্বেতাকে সুযোগ দিয়েছেন। অভিনেত্রীর প্রসঙ্গে দেব জানান, ‘অনেক দিন ধরেই খোঁজা হচ্ছিল। বেশ কয়েকজনের সঙ্গে দেখাও হয়েছিল। তারপর সেখান থেকে শ্বেতাকে ভালোলাগা। এইসব আলোচনার মাঝে ‘আনন্দবাজার অনলাইন’কে অভিনেতা জানান, মিঠুনদা আর আমার যাত্রাপথ একেবারে অন্য। একসময় মিঠুনদার সেটে খাবার দিত আমার বাবা। সেখানে এখন তাঁর ছবি প্রযোজক আমি। এককালে যে খাবার দিয়েছে, সে আজ বস। তবে আমরা একটা পরিবারের মত হয়ে গেছি।

উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) একসময়ের সুপারস্টার। আর দেব বর্তমানের। সেদিক থেকে দুই হিরো একসঙ্গে বসলে কী ধরনের গল্প হয়, সেই প্রসঙ্গেই এই কথা জানিয়েছেন অভিনেতা। কিন্তু কাজের মাঝে কোনও ঝামেলা তাঁদের মধ্যে হয়নি। বলতে গেলে, কোনও এমন বিষয়ে ঢোকেননি যেখানে ঝামেলা হবে। অভিনেতার কথায়, আমরা কখনও নিজেদের পছন্দে হস্তক্ষেপ করিনি। যে কারণে ঝামেলা হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version