Gaatchora: বৌমাকে বিয়ে করছে শ্বশুর, গাঁটছড়ায় নোংরামি শুরু, সিরিয়াল বয়কটের ডাক দর্শকদের

।। প্রথম কলকাতা ।।

Gaatchora: দর্শকের ড্রয়িং রুমে প্রতি সন্ধ্যায় আলো করে থাকেন তারা। ধারাবাহিকের এক একটি চরিত্র যেন দর্শকের ঘরের মানুষ। ‘গাঁটছড়া’ তারই মধ্যে একটি নাম। শোলাঙ্কি রায় অর্থাৎ খড়ি গাঁটছড়া ছেড়ে চলে যাওয়ার পর থেকে গল্পের প্রতি আগ্রহ কমেছে দর্শকদের। যদিও, খড়ির মৃত্যুর পর নতুন প্রজন্মকে দেখতে খানিক আগ্রহ জন্মেছিল দর্শকদের। কিন্তু সিরিয়ালের সাম্প্রতিক প্রোমো দেখে সকলে অবাক। কারণ, খড়িকে ভুলে এবার মেয়ের বয়সী বিন্দি অর্থাৎ সোমাশ্রী ভট্টাচার্য-র সঙ্গে ‘গাঁটছড়া’ বাঁধবে ঋদ্ধিমান সিং রায়।

ধারাবাহিকের নতুন প্রমোতে সেই ইঙ্গিত আরও জোরালো হল। সিরিয়ালের সাম্প্রতি প্রমো দেখে তাজজব দর্শকেরা। আশঙ্কা সত্যি হতে চলেছে। খড়ি কে ভুলে এবার বিন্দুর সঙ্গে গাঁটছড়া বাঁধবে রিদ্ধিমান। খড়ি অতীত ঋদ্ধির জীবনে এখন শুধু বিন্দি গাঁপছড়া নতুন টুইস্টে খোচে লাল ভক্তরা রব উঠল এবার সিরিয়ালটা বন্ধ করুন নোংরামি আর নেওয়া যাচ্ছে না।

নতুন প্রোমোতে দেখানো হচ্ছে, বিন্দির কেরিয়ার নষ্ট না হতে দেওয়ার শপথ নেয় ঋদ্ধিমান। তারপরই দেখা যায় কনের সাজে পালাচ্ছে বিন্দি। আর তাঁর পিছনে তাড়া করছে কয়েকজন গুণ্ডা। এদিকে ‘বাস থামাও’ বলে চিৎকার করে বিন্দি, এরপরই দেখা বিন্দির হাত ধরে তাঁকে বাসে টেনে তোলে ঋদ্ধিমান। স্যারকে সে জায়গায় দেখে চমকে ওঠে বিন্দি। আর ওদিকে বাসের পথ আটকে দেয় বিন্দির বাবা। এমন অবস্থায় বিন্দির সিঁথিতে সিঁদুর পরিয়ে তাঁর কেরিয়ার বাঁচাতে যায় ঋদ্ধি, তা বেশ পরিষ্কার।

সিরিয়ালের বেশকিছু নেপথ্যের ঝলক সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে বিন্দিরব মাথায় লাল রাঙা সিঁদুর। যা দেখে ‘খড়িদ্ধি’ ফ্যানেরা মনে করছে খড়িকে ভুলে নতুন জীবন শুরু করেছে ঋদ্ধি। এই নিয়ে তুমুল হইচই সোশ্যাল মিডিয়ায়। কেউ গাঁটছড়া ‘বয়কট’-এর ডাক দিচ্ছে, তো কেউ লিখছে, হওয়ার কথা ছিল বাবা-মেয়ে। হয়ে গেল স্বামী স্ত্রী। একজন আবার লিখছেন, ” অনেক সহ্য করেছি। আর না, এদের লজ্জা না থাকতে পারে, আমাদের গাঁটছড়া ফ্যানেদের লজ্জা আছে।

খড়ির মৃত্যুর পর থেকে একরকম নায়কা ছাড়াই চলছে গাটছড়া সিরিয়াল। তার জায়গায় এন্ট্রি হয়েছে বিন্দির। নিজের থেকে অনেক ছোট বিন্দির সঙ্গেই বৃদ্ধির একটা রসায়ন তুলে ধরা হচ্ছে। আন্দাজ করতে পেরেই আপত্তি প্রকাশ করেছিল দর্শকদের একটা বড় অংশ। কিন্তু নির্মাতারা যে তাতে কর্ণপাত করেননি তা বোঝা গেল সাম্প্রতিক প্রোমো দেখেই। আর তাতেই এবার কেউ কেউ নোংরামির অভিযোগ তুলে সিরিয়াল বয়কটের ডাক দিলেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version