FIFA World Cup 2022: বিশ্বকাপ থেকে বিদায়, ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন তিতে

।। প্রথম কলকাতা ।।

FIFA World Cup 2022: শনিবার ক্রোয়েশিয়ার কাছে হেরে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিলের প্রধান কোচের পদ ছাড়লেন তিতে। এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিতে বলেন, “একটি চক্রের সমাপ্তি”। তিতে ২০১৬ সালে সেলেকাওদের দায়িত্ব নেন তিনি তিনি ব্রাজিলের খেলার শৈলীকে নতুন করে উদ্ভাবন করেছেন, তাদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গেছেন এবং ২০২১ সালে ঘরের মাটিতে হারার আগে ২০১৯ সালে কোপা আমেরিকা জিতিয়েছেন। ব্রাজিল অবশ্য ২০১৮ সংস্করণে নক-আউট থেকে বিদায় নেয়।

এদিন চলতি বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়নদের পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে পৌঁছায় ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে নেইমার বলেন, “এটা একটা দুঃস্বপ্নের মত মনে হয়. এটা বিশ্বাস করা কঠিন।” যদিও যিনি পরাজয়ের পর জাতীয় দলের সঙ্গে তার ভবিষ্যৎ উন্মুক্ত রেখেছেন। তবে পঞ্চম পেনাল্টি নিতে নিজের সেরা খেলোয়াড়কে বাঁচিয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

ম্যাচের পর ব্রাজিল কোচ তিতে বলেন, “আমি বুঝতে পারি যে আমি সবচেয়ে বেশি দায়ী, কিন্তু ক্ষতির জন্য আমরা সবাই দায়ী। এটি নায়ক বা খলনায়ক হওয়ার বিষয় নয়। খেলাধুলায় এমন কিছু নেই। কখনও কখনও আমাদের দুর্দান্ত পারফরম্যান্স থাকে, আমরা লক্ষ্যে গোল করি এবং বল বিচ্যুত হয়। এটা স্বাভাবিক, তবে আমি ফলাফলকে সম্মান করতে পারি।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version