Bhaswar Chatterjee: ভাস্বর চ্যাটার্জির ছবি ব্যবহার করে ভুয়ো অডিশনের পোস্ট! কী জানালেন অভিনেতা?

।। প্রথম কলকাতা ।।

Bhaswar Chatterjee: সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ছয়লাপ অডিশনের নানান বিজ্ঞপ্তি। যারা অভিনয় ভালোবাসেন, অভিনয় করতে ইচ্ছুক তারা এই ধরনের বিজ্ঞপ্তি দেখছেন। অডিশন দিতেও যাচ্ছেন। কিন্তু ঠকে যাচ্ছেন না তো? বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বর কি সব সময় ঠিক হয়? এই ধরনের বিজ্ঞপ্তি গুলি অধিকাংশ হয় বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত। যেখানে অভিনয় শেখানো হয়। ব্যাপারটা শুনতে খুব সহজ মনে হচ্ছে। কিন্তু এতটাও সহজ না। এর মাঝেই বিছানো রয়েছে জালিয়াতির ফাঁদ। বেখেয়াল হলেই মুশকিল। আবার বহু সংস্থা জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের অনুমতি ছাড়াই বিজ্ঞপ্তিতে তাদের ছবি ব্যবহার করে। এবার এই বিষয়ে সতর্ক করলেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্টও করেছেন।

সোশ্যাল মিডিয়ার দৌলতে খবর বহু মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। যারা অভিনয়কে ভালোবাসেন এবং অভিনয় শিখতে চান তারা এই ধরনের পোস্ট দেখে যোগাযোগ করেন। ভাস্বরের পোস্ট করা ছবিতে দেখা যায় একটা বিজ্ঞপ্তি। যেখানে টলি পাড়ার বেশ কয়েকজন জনপ্রিয় তারকার ছবি রয়েছে। তাদের মধ্যে রয়েছেন চন্দন সেন, অম্বরীশ ভট্টাচার্য, পরাণ বন্দ্যোপাধ্যায়, ভাস্বর চ্যাটার্জি সহ অনেকে। পোস্টটা ফেসবুকে ট্যাগ করা হয়েছে অন্তত ৬২ জনকে। তাহলে ভাবতেই পারছেন, ঠিক কত জনের কাছে ওই পোস্টটা পৌঁছে গিয়েছে? এছাড়াও রয়েছে স্টার জলসার লোগো। বলা হয়েছে, কোন টাকা ছাড়াই আপকামিং সিরিয়ালের জন্য অডিশন চলবে। যোগাযোগ করতে হবে উল্লেখিত ফোন নম্বরে। কিন্তু ভাস্বর চ্যাটার্জি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনভাবেই এই অডিশনের সঙ্গে যুক্ত নন।

টাকা ছাড়া অডিশন কিংবা দ্রুত ছোট পর্দায় থেকে বড় পর্দায় জনপ্রিয় হওয়ার হাতছানি পেলে একটু সাবধানে থাকুন। সতর্ক হন। অভিনয় একটা আর্ট। তার জন্য যথেষ্ট পরিশ্রমের দরকার। কোন অডিশনের যোগ দেওয়ার আগে অবশ্যই বিষয়টি ভালোভাবে যাচাই করে নিন। অনেক সময় অডিশনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হয়। এমনকি কিডন্যাপের মতো ঘটনাও ঘটেছে। ভাস্বর চ্যাটার্জির পোস্টটা প্রমাণ করে দিল, কোন বিজ্ঞপ্তিতে অভিনেতা অভিনেত্রীদের ছবি থাকা মানেই তারা যে সেই সংস্থার সঙ্গে যুক্ত, এমনটা নাও হতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version