IND vs NZ : ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স, নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলে ডাক পেলেন পৃথ্বী শ

।। প্রথম কলকাতা ।।

 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন মুম্বাই ওপেনার পৃথ্বী শ। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের এই তারকা। ২০২১ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর অবশেষে দলে নিজের জায়গা ফিরে পেয়েছেন। পৃথ্বী শ সম্প্রতি রঞ্জি ট্রফিতে আসামের বিরুদ্ধে একটি দুর্দান্ত ইনিংস খেলে ৩৭৯ রান করেছিলেন। যা জাতীয় নির্বাচকমন্ডলীদের মুখ ফেরাতে বাধ্য করেন মুম্বাইয়ের এই ওপেনিং ব্যাটার।

 

জাতীয় নির্বাচকমন্ডলীর চেয়ারম্যান চেতন শর্মা এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইঙ্গিত দিয়েছিলেন যে পৃথ্বী শ তার প্রাপ্য পাবেন। অবশেষে সেই সুযোগ পেলেন মুম্বাই ওপেনার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। সহ-অধিনায়ক দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদব। ম্যানেজমেন্ট রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ঘরের মাঠে ধারাবাহিক টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও ছিলেন না দলের দুই অভিজ্ঞ তারকা। মনে করা হচ্ছে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই এই সিদ্ধান্ত বিসিসিআই-র।

 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:

হার্দিক পান্ডিয়া(অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), ঋতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), পৃথ্বী শ, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, উমরান মালিক , শিবম মাভি, মুকেশ কুমার

Exit mobile version