Oscars 2023: অস্কার না পেলেও দামী গিফট ব্যাগ উপহার পান তারকারা! কী কী থাকে তাতে?

।। প্রথম কলকাতা ।।

Oscars 2023: অস্কার অনুষ্ঠান শেষ হওয়ায় কেউ পুরস্কার জিতেছে আবার কেউ হেরেছে। তবে যারা জিততে পারেননি তাদের জন্যও কিছু সান্ত্বনা পুরস্কার থাকে। হ্যা, শুনেছেন! ২০২৩ সালের অস্কারের সমস্ত মনোনীত ব্যক্তিরা একাডেমি সম্মান জিতুক বা না জিতুক তারা একটি গুডি ব্যাগ পাবে (Gift Bag)। ব্যাগটিতে বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে উপহার হিসেবে দেওয়া হয়। একটি লস এঞ্জেলেসের একটি বিপণন সংস্থা ডিস্টিনটিভ অ্যাসেটস ২০০২ সাল থেকে অস্কার মনোনীতদের উপহারের ব্যাগ বিতরণ করছে।

৯৫তম অস্কারে জোড়া শিরোপা পেয়েছে ভারত। সেরা অরিজিনাল সং বিভাগে সেরার শিরোপা পেয়েছে আরআরআর মুভির ‘নাটু নাটু’ গানটি। এছাড়াও স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরার শিরোপা জিতেছে কার্তিকি গনসালভেস এবং গুনীত মঙ্গার দ্য ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’। পুরস্কার জিততে পারেননি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে ছিল বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদ্‌স’। তবে শৌনক সেনের মতো যারা পুরস্কার জিততে পারেননি তারাও খালি হাতে ফেরেননি।

যাঁরা মনোনয়ন পেয়েছিলেন, তাঁদের এক লাখ ২৬ হাজার ডলার মূল্যের গুডি ব্যাগ উপহার দেওয়া হয়েছে। গত বছর এক লাখ ৩৭ হাজার ডলারের একটি ব্যাগ উপহার দেওয়া হয়েছিল। এই বছর ব্যাগটিতে ৬০টিরও বেশি আইটেম রয়েছে এবং এটি বেশ কিছু সৌন্দর্য এবং জীবনযাত্রার উপহারে ভরা সামগ্রী। এতে বিলাসবহুল ছুটির জন্য ৪০ হাজার মার্কিন ডলারের কানাডা ভ্রমণের টিকিট রয়েছে। যার নাম ‘দ্য লাইফস্টাইল’। এটিতে একটি ইতালীয় বাতিঘরে বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন সহ আটজনের থাকার ব্যবস্থাও রয়েছে। উপহারটিতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এক টুকরো জমির প্রতীকী স্যুভেনিরও রয়েছে।

গিফট প্যাকগুলিতে এমএইএজি-এর স্কিন কেয়ার প্রোডাক্ট, ব্লুশ সিল্কস-এর সিল্ক পিলোকেস, পেটা-এর একটা ট্রাভেল পিলো। এছাড়াও রয়েছে নিজেদের বাড়িকে নতুন করে সাজিয়ে নেওয়ার সুবিধা। যার জন্য দেওয়া হয় ২৫ হাজার টাকা নগদ। প্রাপকের বডি স্কাল্পটিংয়ের (লিপো আর্ম স্কাল্পটিং, হেয়ার রেস্টোরেশন ও ফেসলিফট) খরচও বহন করে অস্কার কর্তৃপক্ষ। তার জন্য বিশেষ কুপনও দেওয়া হয় এই হ্যাম্পারে। উল্লেখ্য বিষয় হল, এই হ্যাম্পার অস্কারের মঞ্চে প্রদান করা হয় না। এটি প্রাপকদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version