Phalguni Pathak: মেয়ে হয়েও বয়কাট চুল, ছেলেদের মতোই পোশাক, কেন টমবয় সেজে থাকেন ফাল্গুনী পাঠক?

।। প্রথম কলকাতা ।।

Phalguni Pathak: মেনে পায়েল হি ছনকায়ি, ইয়াদ পিয়াকি আনি লাগি গানগুলি সকলের প্রিয়। নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে ফাল্গুনী পাঠক আর তাঁর গান মানেই মনের মধ্যে ভিড় করে আসে একরাশ নস্টালজিয়া। তাঁর সুরেলা কণ্ঠের জাদুতেই মুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম৷ তবে একজন ভালো গায়িকা হয়েও ফাল্গুনী পাঠক বরাবরই থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুর বাইরে। তাই তাঁকে নিয়ে বরাবরই অনুরাগীদের কৌতূহল ছিল একটু বেশি। বিশেষ করে মহিলা হয়ে তিনি কেন ছেলেদের মত পোশাক পরেন? কিংবা ছোট করে চুল কেটে রেখেছেন কেন? তা নিয়ে বহুদিন ধরেই একটা চাপা কৌতূহল রয়েছে অনুরাগীদের মনে। লাইম লাইট থেকে দূরে থাকা এই গায়িকার জীবনে এমনই বেশ কিছু তথ্য রয়েছে যা অনেকের কাছেই থেকে গিয়েছে অজানা।

বর্তমানে এই গায়িকার বয়স প্রায় ৫৪ বছর। কিন্তু আজও তিনি থেকে গিয়েছেন অবিবাহিত। জানা যায়, মাত্র নয় বছর বয়স থেকেই গানের জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর। এই অল্প বয়সেই দুর্দান্ত স্টেজ পারফরম্যান্স করে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ফাল্গুনী পাঠক। খুব ছোট থেকেই বড় গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। পরবর্তীতে ১৯৯৮ সালে মুক্তি পায়, তাঁর গাওয়া প্রথম গানের অ্যালবাম ‘ইয়াদ পিয়া কি আনে লাগি।’ সেই সময় তাঁর এই গানের অ্যালবামটি সুপারহিট হয়েছিল অনুরাগীদের কাছে। সেই থেকে তুমুল জনপ্রিয়তা পেয়ে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন তিনি। এর পরের বছরই মুক্তি পায় ফাল্গুনী পাঠকের গাওয়া আরও একটি জনপ্রিয় গান ‘ম্যায়নে পায়েল হে ছনকাই। এরপর খুব অল্পদিনেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান গায়িকা।

ইতিপূর্বে ভক্তরা একাধিকবার জানতে চেয়েছেন তাঁর এই টম বয় সেজে থাকার আসল কারণ কি? এ বিষয়ে একবার এক সাক্ষাৎকারে গায়িকা নিজেই জানিয়েছিলেন তারা ৫ বোন। তাই তাঁর আগে চার দিদি হওয়ার পর তাঁর বাবার ইচ্ছা ছিল তার একটি ছেলে সন্তান থাকুক। তাই বাবার মনের ইচ্ছা পূরণ করতেই জন্মের পর থেকে সারাক্ষণ ছেলে সেজেই টমবয় লুকে থাকতেন ফাল্গুনী পাঠক।ৎশুধুমাত্র বাবার ইচ্ছাণ পূরণ করতেই, বাবার কথা ভেবেই সারাক্ষণ ছেলেদের মত পোশাক পড়ে অমন টম বয়ের মতো ইমেজ তৈরি করেছিলেন নিজের মধ্যে। তবে তার সুরেলা কণ্ঠে আজও মুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম। তাই কয়েক দশক পেরিয়েও আজ সকলের কাছে সমান জনপ্রিয় ফাল্গুনী পাঠকের গাওয়া সমস্ত গান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version