।। প্রথম কলকাতা ।।
Ankush-Oindrila: শেষমেশ এত জল্পনা-কল্পনার পর জানা গেল বিয়েটা কেন হচ্ছে না অঙ্কুশ আর ঐন্দ্রিলার। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন বিয়ে করবেন না দুই তারকা? এত বছরের সম্পর্ক ভেঙে দেবেন তাঁরা? এর পর অভিনেতার এক একটি পোস্ট দেখে সকলে আন্দাজ করেন, ছবির প্রচারে অনুরাগীদের সঙ্গে একটা ছোট ট্রিক করেছেন তিনি। গতকাল প্রেম দিবসের সঙ্গে ছিল অঙ্কুশের (Ankush Hazra Birthday) জন্মদিনও। আবার একই সঙ্গে অঙ্কুশ-ঐন্দ্রিলার (Ankush-Oindrila) সম্পর্কের ১৩ বছর পূর্ণ হয়েছে এদিন। প্রকাশ্যে এসেছে তারকা যুগলের নতুন ছবি ‘লাভ ম্যারেজ’-এর (Love Marriage) ট্রেলার। ছবিতে তাঁদের সঙ্গে রয়েছেন রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্য। ছবির ট্রেলার দেখে আনন্দে আত্মহারা তাঁদের ভক্তকূল।
সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘বিয়ে হচ্ছে না কেন? পাত্রর বাবার সঙ্গে পাত্রীর মায়ের চুটিয়ে প্রেম। কারণটা কোন মুখে বলতাম বলুন তো? জানি না আগামী ১৪ এপ্রিল আমরা বর-বউ হচ্ছি নাকি ভাই-বোন! কিন্তু বিয়ে যাঁদেরই হোক আপনাদের আমন্ত্রণ রইল। ১৪ এপ্রিল আমরা আসছি ‘লাভ ম্যারেজ’ নিয়ে’। প্রেমের সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিনেতা। লেখেন, ‘বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানা নেই’। সেইসঙ্গে পোস্ট করেছিলেন ঐন্দ্রিলার (Oindrila Sen) সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছিল ইন্টারনেটে। তাঁদের বিয়ে না হওয়ার কারণ জানতে চেয়েছে খোদ ‘ইন্ডাস্ট্রি’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থেকে শুরু করে আবির (Abir Chatterjee), শ্রাবন্তী, শুভশ্রী (Subhashree Ganguly), বনি (Bonny Sengupta), কৌশানি, বিক্রম (Vikram Chatterjee), তৃণা (Trina Saha) সবাই তাঁদের কাছ থেকে কারণ জানতে চান। টলিপাড়ার এই জনপ্রিয় তারকা জুটি বলেন, ১৪ ফেব্রুয়ারি বিস্তারে সমস্ত কিছু জানাবেন। আর তেমনটাই করেছেন।
পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর (Premendu Bikash Chaki) ছবিতে দেখা যাবে দুই তারকাকে। অঙ্কুশের বাবার ভূমিকায় রয়েছেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। অন্যদিকে ঐন্দ্রিলার মার ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। রিয়েলের মত রিল লাইফেও তাঁদের প্রেমের সম্পর্ক দেখা যাবে। কিন্তু বিয়ে প্রায় পাকা হয়ে যাচ্ছে, এমন সময় আচমকা দু’জনের মা-বাবার পুরনো ভালোবাসা জেগে ওঠে। আর তাতেই ঘটল বিপদ। বাঙালির নববর্ষে হালখাতা করতে আসছে ছবি। কাহিনী ও সংলাপে পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনায় স্যাভি। এখনও পর্যন্ত বাস্তবে বিয়ের পিঁড়িতে বসেননি দু’জনে। পর্দায় তাঁদেরকে বিয়ের সাজে দেখতে পারবে কিনা ভক্তরা, তা জানা যাবে ১৪ এপ্রিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম