Iman Chakraborty: হারানো ইউটিউব চ্যানেল ফিরে পেলেন ইমন, সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই

।। প্রথম কলকাতা ।।

Iman Chakraborty: রাতারাতি গায়েব হয়ে গিয়েছিল জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) ইউটিউব চ্যানেল! সাতসকালে এই খবর শুনে মন খারাপ ছিল ইমনের শ্রোতা ও দর্শকদের। তবে কয়েকঘন্টার মধ্যেই খুশির খবর শোনালেন খোদ গায়িকায়। কিন্তু কী কারণে চ্যানেলটি সাসপেন্ড করা হয়েছিল তা তিনি জানেন না। ইউটিউব কর্তৃপক্ষ কেন চ্যানেল ডিলেট করেছিল, সেই বিষয়ে কোনো বক্তব্য তারা দেয়নি। তবে চ্যানেল ফেরত পাওয়ায় তিনি ইউটিউব ইন্ডিয়ার কাছে কৃতজ্ঞ শিল্পী।’

চ্যানেল ডিলিট হয়ে যাওয়ায় ফেসবুক লাইভ এসে গায়িকা বলেন , ‘২০১১ সালে নিজের প্রোডাকশন হাউসের নামে চ্যানেলটি খোলা হয়েছিল। ভক্তদের পছন্দের বহু গান ও আমাদের টিমের সকলের পরিশ্রমের তৈরী কনটেন্টও ছিল তাতে। প্রচুর টাকা খরচ করে তৈরি করা হয়েছিল কনটেন্টগুলি।’ কিন্তু আচমকা চ্যানেল ডিলিট হয়ে যাওয়ায় বেজায় চটেছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। ইমন ফেসবুক লাইভে ক্ষোভ উগরে বলেন ,’কেউ শুনতে চাইছেন না বাংলা গান। তবু তো চ্যানেলের মাধ্যমে কিছু মানুষকে গান শোনাতে পারছিলাম। এখন সেই উপায়ও বন্ধ। আপনারা এবার বিবেচনা করুন।’

ফেসবুকে শিল্পী লেখেন, ‘আজ সকালে ইউটিউবের তরফে একটি ইমেল পেলাম। ওরা ওদের প্ল্যাটফর্ম থেকে আমার চ্যানেলটিকে সরিয়ে নিয়েছে। জানি না কী করেছি, বা আমি কোন নিয়ম লঙ্ঘন করেছি। আমরা এই চ্যানেলের পিছনে এতটা সময় বিনিয়োগ করেছি। হঠাৎ ওদের একটা মেল আসায় সেটা গায়েব হয়ে গেল। এটা সত্যিই অনভিপ্রেত।’

অন্যদিকে , নেটদুনিয়ার সুবাদেই খ্যাতি তান্নি-মুন্নির। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দুই বোন, সৃষ্টি দত্ত ও শ্রেয়া দত্ত। সারেগামাপা তেও অংশগ্রহন করেছিলেন এই দুই খুদে দুই শিল্পী। তাদেরও ইউটিউব থেকে গায়েব চ্যানেল। এই বিষয়টি জানা গেছে দুই খুদে শিল্পীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই। সেখানে পোস্টে লেখা হয় , ‘আমাদের ইউটিউব অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে, এবং সেটি ডিলিট করা হয়েছে। চেষ্টা চলছে সেটি ফিরে পাওয়ার, আপনাদের সবার শুভকামনা প্রয়োজন।’

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version