FIFA World Cup 2022: নেদারল্যান্ডসকে রুখে দিয়ে দ্বিতীয় রাউন্ডের লড়াই জমিয়ে দিল ইকুয়েডর, বিদায় নিশ্চিত কাতারের

।। প্রথম কলকাতা ।।

ইকুয়েডরের ত্রাতা সেই এনার ভ্যালেন্সিয়া। তাঁর একমাত্র গোলেই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিল ল্যাটিন আমেরিকার দেশটি। ১-১ গোলে শেষ হলো ম্যাচ। প্রথম ম্যাচে সেনেগালকে হারানোর সুবাদে এই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের প্রথম দল হিসেবে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যেত ডাচদের। কিন্তু মেমফিস ডিপাইদের সেই রাস্তায় বাধা হয়ে দাঁড়ালেন এনার ভ্যালেন্সিয়া। জমিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াই।

 

এদিন আল রায়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের রাশ হাতে নেয় নেদারল্যান্ডস। তার সুফল পেতেও খুব একটা দেরি হয়নি ডাচদের। খেলার মাত্র ৬ মিনিটের মাথায় গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন কোডি হাকপো। এটিই ছিল চলতি বিশ্বকাপের দ্রুততম গোল। এরপর বল দখলে আধিপত্য নিজেদের দখলে রাখলেও ইকুয়েডরের রক্ষণ আর ভাঙতে পারেনি নেদারল্যান্ডস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস।

 

বিরতির পর ঘুরে দাঁড়ায় ইকুয়েডর। ৪৯ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান ইকুয়েডর অধিনায়ক। এরপর একের পর আক্রমণ নিয়ে ডাচদের রক্ষণে হানা দেয় ল্যাটিন আমেরিকার দেশটি। তবে গোলের দরজা খুলতে পারেনি। তবে বলা চলে এদিন ভাগ্য সু-প্রসন্ন ছিল না ইকুয়েডরের। বেশ কয়েকটি সুযোগ মিস করে তাঁরা। একটি শটতো বারে লেগে ফিরে আসে। ইকুয়েডরের গোটা ম্যাচে গোলের উদ্দেশ্যে ১৫টি শটের ৪টি ছিল লক্ষ্যে। সেখানে ডাচদের দুটি শটের একটি ছিল লক্ষ্যে। এই ম্যাচ ড্র হওয়ায় বিশ্বকাপ থেকে একপ্রকার বিদায় নিশ্চিত হয়ে গেল আয়োজক কাতারের। তাঁরা প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারের পর এদিন সেনেগালের কাছে ৩-১ গোলে পরাজিত হয়।

Exit mobile version