Indian Cricketer Salary: কোটি কোটি টাকা কামাই, সামনে এল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের স্যালারির তালিকা, জানলে অবাক হবেন

।। প্রথম কলকাতা ।।

Indian Cricketer Salary: দিন দিন বাড়ছে ক্রিকেট এর জনপ্রিয়তা। আর একবার তারকা ক্রিকেটার হতে পারলেই কোটি কোটি টাকা উপার্জন। একথায় একদম ভুল নেই। ভারত ছাড়াও অনেক দেশে একবার জাতীয় দলের ক্রিকেটার হতে পারলেই আর ফিরে তাকাতে হবে না। তার জন্য অনেক বাবা মা নিজেদের সন্তানকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে চান। ভারতীয় ক্রিকেটারদের আয়ের পরিমাণ বাড়ছে। হিসেব বলে ভারতীয় ক্রিকেটারদের গড় আয়ের পরিমাণ আর পাঁচটা দেশের ক্রিকেটারদের থেকে বেশি। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে হয় ভারতের কোন ক্রিকেটার কত মাইনে পায়? ক্রিকেট ভক্তদের সবসময় আগ্রহ থাকে প্রিয় ক্রিকেটাররা কত টাকা বেতন পান তা জানার জন্য।

ভারতীয় ক্রিকেটারদের মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। সেগুলি হল এ প্লাস, এ, বি ও সি‌। বিশ্বকাপ শেষ হওয়ার পর যেন সকলের মনে আরো কৌতুহল বেড়েছে।তাদের প্রিয় ক্রিকেটাররা কত স্যালারি পেয়ে থাকেন। A+গ্রেডের চুক্তিবদ্ধ খেলোয়াড়রা সর্বচ্চো বেতন পেয়ে থাকেন। এই A+গ্রেডের মধ্যে সেই সব খেলোয়াড়রা অন্তর্ভুক্ত যারা ৩ টে ফরম্যাটে খেলেন। এক দুটি ফরম্যাটের অধিনায়ক। A+গ্রেডের খেলোয়াড়রা বার্ষিক বেতন পান ৭কোটি টাকা। টেস্ট খেলার ম্যাচ ফি বাবদ ১৫ লাখ টাকা পেয়ে থাকেন। ওয়ানডেতে ৬ লাখ টাকা। টি টোয়েন্টিতে ৩লাখ টাকা পান।

এবার আসা যাক A গ্রেডের খলোয়াড়রা বার্ষিক বেতন কত পান? জানা গেছে A গ্রেডের চুক্তিবদ্ধ খেলোয়াড়রা বার্ষিক বেতন হিসেবে পাঁচ কোটি টাকা পেয়ে থাকেন।

অন্যদিকে B গ্রেডের খেলোয়াড়রা পেয়ে থাকেন ৩কোটি।

সি গ্রেড এর খেলোয়াড়রা স্যালারি পেয়ে থাকেন ১কোটি টাকা।

আপনাদের জানিয়ে রাখি বার্ষিক বেতনে তারতম্য থাকলেও ম্যাচ ফি বাবদে কোনো বৈষম্য নেই। প্রত্যেকেরই ম্যাচ ফি A+ গ্রেডের মতো পেয়ে থাকেন। ভারতীয় ক্রিকেটের অধিনায়ক রোহিত এর সঙ্গে A+ক্যাটাগরিতে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জসপরীত বুমেরা।

Aক্যাটাগরিতে আছেন ৫ জন। হার্দিক পানডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, রিষভ পন্থ, অখকর প্যাটেল।

বি ক্যাটাগরিতে আছেন চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল এর সঙ্গে শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ, সূর্য কুমার যাদব ও শুভমান গিল।

আর সি ক্যাটাগরিতে আছেন, উমেশ যাদব,শিখর ধাওয়ান, শালদুল ঠাকুর, ঈশান কিষাণ,দীপক হুদা, চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আরশদীপ সিং, কে এস ভরত।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version