Bagha Jatin: দুর্গাপুজোয় বক্স অফিস কাঁপাবে দেবের বাঘা যতীন! টিজার লঞ্চ হতেই উচ্ছ্বাস ভক্তদের

।। প্রথম কলকাতা ।।

Bagha Jatin: কয়েক মাস পরেই দুর্গাপুজো। দেখতে দেখতে চলে আসবে বাঙালির বড় উৎসব। আর তখনই বক্স অফিস কাঁপাবে দেবের বাঘা যতীন। এমনটাই মনে করছেন দেব ভক্তরা। লঞ্চ হয়ে গেল বাঘা যতীনের টিজার। দেব এন্টারটেইনমেন্ট ভেনচারের দুর্গাপুজো মেগা রিলিজের প্রথম টিজার, ‘বাঘা যতীন’ লঞ্চ হতেই তুমুল উচ্ছ্বাস দেব ভক্তদের মধ্যে। ৯ সেপ্টেম্বরের স্বভূমিতে আয়োজিত এই অনুষ্ঠানে সুপারস্টার দেব সহ সুদীপ্তা চক্রবর্তী, নবাগত সৃজা দত্ত, পরিচালক অরুণ রায়, সিনেমার অন্যান্য কাস্ট এবং ক্রু সদস্যরা উপস্থিত ছিলেন।

বাঘা যতীন ছবিটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শ্রী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবন ও যাত্রা থেকে অনুপ্রাণিত। যতীন্দ্রনাথের নির্ভীক চেতনা, অটল দৃঢ়তা এবং মাতৃভূমির প্রতি নিঃশর্ত ভালোবাসার অসাধারণ কাহিনীর বর্ণনা করবে সিনেমাটি। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত হন, কারণ তিনি খালি হাতে বাঘের সাথে লড়াই করেছিলেন। সেই কাহিনীর এক ঝলক দেখা যাবে এবার বড় পর্দায়।

দেবের কথায়, “যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নিঃসন্দেহে সকলের জন্য অনুপ্রেরণা। তিনি এখনও তার সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য প্রতিটি ভারতীয় যুবকের হৃদয়ে বেঁচে আছেন। দর্শকদের জন্য বাঘা যতীন আমাদের দুর্গাপূজার উপহার। গল্পটি বিশাল ক্যানভাসে একটি অনন্য উপায়ে বর্ণনা করা হয়েছে। বড় পর্দায় এই বিশেষ চরিত্রের প্রতিটি ছায়াকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা আমার জন্য সত্যিই একটি দুঃসাধ্য কাজ ছিল। আশা করি দর্শকরা ছবিটি উপভোগ করবেন। এছাড়াও, হিন্দিতে এই অনুপ্রেরণামূলক গল্পটি উপস্থাপন করার সিদ্ধান্তটি বাঘা যতীনের গল্পের সাক্ষী হওয়ার জন্য দেশ জুড়ে লক্ষ লক্ষ দর্শকদের জন্য দরজা খুলে দেবে।”

বাঘা যতীনের পরিচালক অরুণ রায় বলেন ” সিনেমাটির উদ্দেশ্য বিনোদনের পাশাপাশি আমাদের দেশের সমৃদ্ধ সংস্কৃতি এবং ইতিহাস তুলে ধরা। আমরা শ্রোতাদের কাছ থেকে প্রশংসা এবং জোরালো সমর্থন পাব বলে আশা করি”। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অরুণ রায় ও সৌনাভা বোস। বাঘা যতীন আগামী ১৯শে অক্টোবর ভারত জুড়ে মুক্তি পাবে। সাধারণত দুর্গাপুজো এলেই একগুচ্ছ ছবি রিলিজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে দেবের বাঘা যতীন কতটা পাল্লা ভারী করে সেটাই দেখার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version