।। প্রথম কলকাতা ।।
জি বাংলার পর্দায় যে সমস্ত ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হল নিম ফুলের মধু। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। সাদামাটা ফ্যামিলি ড্রামা নিয়েই এগিয়ে চলছে ধারাবাহিকের গল্প। বছরটা মোটেও সুবিধের কাটছে না অভিনেতা রুবেল দাসের। কিছুদিন আগেই পায়ে চোট পেয়ে বাড়িতে দীর্ঘদিন বসেছিলেন সেই রেশ কাটতে না কাটতেই রুবেল আবারও বিছানায়। এবার তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় শুভ বিজয়ার শুভেচ্ছা জানাতে এক দীর্ঘ পোষ্ট করেছিলেন
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু ধারাবাহিকের নায়কের চরিত্রে রয়েছেন অভিনেতা রুবেল দাস। পুজোর আগেই তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু একটা দুর্ঘটনা কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার কবলে রুবেল। এরআগে ধারাবাহিকের গল্পের জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন আচমকাই পড়ে যান রুবেল। অভিনেতার দু-পায়ের গোড়ালি ভেঙে যায়, সেই পা নিয়েই যদিও শুটিং চালিয়ে যান তিনি। কিন্তু পুজোতে আবার তিনি অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু এবার তিনি ভর্তি হলেন হাসপাতালে। আর হাসপাতালে থেকে শুটিং করা একেবারেই সম্ভব নয়। রুবেলের এই খবর সামনে আসতেই বেশ চিন্তায় পড়ে যান ভক্তরা।
তবে কি ধারাবাহিক থেকে কিছুদিনের জন্য বিদায় নেবেন রুবেল? ধারাবাহিকে কি আবারও আসছে নতুন কোনও ট্যুইস্ট? কৃষ্ণা হয়তো এবার আরও বেশি করে পর্ণাকে তাড়ানোর জন্য উঠেপড়ে লাগবে! পুজোর আগে রুবেলের সুস্থথার খবর পাওয়ার পরই দশমীর দিন রুবেল আবারও তাঁর অসুস্থতার খবর জানালেন। গোটা পুজো তিনি কাটিয়েছেন হাসপাতালে। আর এই দিনগুলোতে মা উমার মতো পাশে ছিলেন রুবেলের জীবনসঙ্গিনী শ্বেতা । শ্বেতা-রুবেলের জীবন থেকে বিপদের পর বিপদ। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন রুবেল। আর তাই তাদের এবছরের পুজোর সব প্ল্যানও গিয়েছে ভেস্তে।
হাসপাতালের বেডে শুয়েই অভিনেতা করলেন বিজয়ার পোস্ট। তিনি নিজেই জানালেন নিজের অসুস্থতার কথা। পাশাপাশি স্পেশাল ধন্যবাদ জানিয়েছেন তার জীবনসঙ্গিনী শ্বেতাকে। যিনি গোটা পুজোর আনন্দকে বিদায় দিয়ে রুবেলকে সুস্থ করতে উঠেপড়ে লেগেছিলেন। সৃজনের সেই পোস্টে ফের ভক্তমহলে দুঃখের ছায়া। তবে ধারাবাহিকের শ্যুটিং যাদু রুবেল করবেন কিনা, তা নিশ্চিত জানা যায়নি। শ্বশুর বাড়ি ফিরেছেন উমা। রুবেলের সুস্থতা কামনা করেছেন সকলে। একের পর এক ঝড় যাচ্ছে তাঁর। যদিও অভিনেতা আপাতত অনেকটা সুস্থ। এবার সুস্থ হয়ে বাড়ি আসার পালা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম