।। প্রথম কলকাতা ।।
Dostojee: বন্ধুত্ব মানে না কোনও বাধা। এটি এমন একটি সম্পর্ক যেখানে কোনও রুলস বা রেগুলেশন নেই। যেখানে নেই ধর্মের বিভেদ, শুধুই রয়েছে ভালবাসা। আর সেরকমই একটি ভালোবাসায় মাখা গল্প প্রসূন চট্টোপাধ্যায়ের ‘দোস্তজি’ (Dostojee)। তিলোত্তমার বুকে দীর্ঘদিন ধরে দাপিয়ে বেরিয়েছে দুই খুদের নিঃস্বার্থ বন্ধুত্বের এই গল্প। ৮ থেকে ৮০ সকলেরই মন ছুয়ে গিয়েছে এই ছবি। এই ছবির দরুন নিজেদের ছোটবেলাটাকে ফের চোখের সামনে অনুভব করতে পেরেছে দর্শকরা। এবার সেই দোস্তজিরা ঘুরে বেড়াবে বিশ্বের বিভিন্ন প্রান্তে।
আমেরিকা (America) থেকে শুরু করে অস্ট্রেলিয়া (Australia) সব জায়গায় শুধু শোনা যাবে এখন দোস্তজির জয়জয়কার। ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৭ মার্চ আমেরিকার ২৬টিরও বেশি প্রদেশের শহরে এই ছবি প্রদর্শিত হতে চলেছে। পাশাপাশি কানাডার (Canada) প্রায় ১৭টি শহরে মুক্তি পাবে ‘দোস্তজি’। প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়া ও দুবাই সহ সংযুক্ত আরব আমিরশাহীর মোট ১০টি শহরে ডানা মেলে উড়বে দুই বন্ধুর গল্প। গোটা টিমের জন্য এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। উচ্ছ্বসিত পরিচালক থেকে শুরু করে বাকি কলা-কুশলীরা।
এত ব্লকবাস্টার ছবির মাঝে কম বাজেটের এই বাংলা ছবি যেভাবে বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে পড়ছে, তাতে হই হই রব চারিদিকে। নভেম্বরে ছবি মুক্তির পর থেকে দর্শকরা ভালোবাসা উজাড় করে দিয়েছে ছবিকে। ‘দোস্তজি’র সাফল্য বাংলা ছবির ক্ষেত্রে একটা আলাদা মাত্রা যোগ করে। এবারে ৯৬তম অস্কারে মনোনয়নের জন্য আমেরিকায় মুক্তি পাচ্ছে ছবি। সোশ্যাল মিডিয়ায় সকলকেই ধন্যবাদ জানিয়েছেন নবীন পরিচালক। মনে করা হচ্ছে, বিশ্বের বাকি জায়গাগুলিতেও সাড়া ফেলবে ছবিটি। দেশ থেকে কাজের সূত্রে দূরে থাকা মানুষগুলি এই ছবির দরুন খুঁজে পাবে ছোটবেলার হারিয়ে যাওয়া দিনগুলিকে। এক টুকরো গ্রাম বাংলা, পুকুরের জলে স্নান, ঘুড়ি-লাটাই থেকে শুরু করে মেঠো পথ আর সবকিছুর ঊর্ধ্বে নিঃস্বার্থ ভালোবাসার ছোঁয়া। যেভাবে দেশের মানুষের কাছে জায়গা পেয়েছে আশিক ও আরিফের গল্প, সেভাবেই বিদেশে দর্শকদের মুগ্ধ করবে তা, আশা সকলের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম