।। প্রথম কলকাতা ।।
১৪৪ বছরে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪০০ পেরিয়ে জয়ের উদাহরণ আছে মোটে চারটি।
- ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪১৮ রানের লক্ষ্য পাওয়া ওয়েস্ট ইন্ডিজের প্রথমে সমস্যা হলেও পরবর্তীতে ৩ উইকেটের জয়ে বিশ্ব রেকর্ড করে ক্যারিবিয়ানরা।
- ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করেছিল দক্ষিণ আফ্রিকা। ৪১৪ রানের লক্ষ্যে ব্যাটিং করা প্রোটিয়ারা শেষমেশ জয়লাভ করে।
- সালটা ১৯৪৮। ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া। অসম্ভবকে সম্ভব করেই প্রথম দল হিসেবে ৪০০ রানের বেশি তাড়া করে অস্ট্রেলিয়া যেতে ৭ উইকেটে।
- ১৯৭৬ সালে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে জয়লাভ করেছিল ভারত। সুনীল গাভাস্কার ও গুন্ডাপ্পা বিশ্বনাথের সেঞ্চুরিতে ৪০৩ রানের লক্ষ্য পেরিয়ে জিতে যায় ভারত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম