মিমি চক্রবর্তীর বোনজি থেকে কমলা, ১১ বছরের এই খুদে নায়িকার জার্নি জানেন?

।। প্রথম কলকাতা ।।

মিমি চক্রবর্তীর বোনজি ছোট্ট অয়ন্না মিনি ছবিতে তালে তাল মিলিয়ে অভিনয়। এখন বড়পর্দা থেকে ছোটপর্দায় রাজত্ব করছেন। টলিউডের এই খুদে কমলার চরিত্রে দর্শকের বড্ড আপন হয়ে উঠেছে অয়ন্না চট্টোপাধ্যায়। মাত্র ১১ বছর বয়স। কিন্তু তাঁর উচ্চারণ দেখে অভিনয়। চোখের ভাষা হারিয়ে দিতে পারে বড়় বড় অভিনেত্রীকেও।
অয়ন্না চট্টোপাধ্যায় বাংলা টেলিজগতে শিশুশিল্পীদের মধ্যএ অন্যতম। অয়ন্নার প্রথম কাজ কী জানেন? কীভাবে সিরিয়ালের নায়িকা হলেন ছোট খুদে?

মজার মোড়কে এক প্রেমের গল্প। নায়ক মানিক পড়াশোনায় অষ্টরম্ভা। বইখাতায় তার মন লাগে না কিছুতেই। কিন্তু স্কুলে বদমাইশির তালিকায় সে এক নম্বর।এহেন মানিক শ্রীমান পৃথ্বীরাজের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে। এমনকি মাঝে মাঝেই নিজেকে সেই রাজার ভূমিকায় কল্পনা করেন সে। অন্যদিকে গল্পের নায়িকা কমলা। পড়াশোনায় তুখোড়, আদব কায়দাতেও রাসমণি-র সারদা মা-র শিশু চরিত্রে কাজ শুরু অয়ন্নার। টিআরপি তালিকায় তেমন ভালো ফল না করলেও এই সিরিয়ালটি দর্শকদের একাংশের কাছে বেশ জনপ্রিয়। বিশেষ করে অয়ন্নার হাসি, সরলতা দেখে মুগ্ধ অনকেই শাড়িতে ছোট বউ হিসেবে দারুণ মানিয়েছে তাঁকে।

অসমবয়সী বন্ধুত্বের গল্প বলতে পর্দায় এসেছিল মিনি। মিমি চক্রবর্তীর সাথে কাজ করেছিলেন। বন্ধুত্বের জন্য বয়স যে কোনও মাপকাঠি নয়, তা আরও একবার পরদায় ফুটিয়ে তুলেছিলেন মৈনাক। তখন থেকেই সকলের নজরে আসেন এই খুদে অভিনেত্রী। পড়াশোনার পাশাপাশি পুরোদমে অভিনয় চালিয়ে যাচ্ছে অয়ন্না। ক্লাস ফাইভের ছাত্রী। ঘোমটা টানা আটপৌড়ে শাড়িতে সে আজ গিন্নিবান্নি। মুখুজ্যে পরিবারের বউমা। বাংলা সিরিয়ালে শিশুশিল্পীর অভাব নেই। কিন্তু সকলের থেকে কোথাও যেন আলাদা অয়ন্না। করুণাময়ী রানি রাসমণি থেকে এখন কমলা ও শ্রীমান পৃথ্বিরাজ। সময়ের সাথে অয়ন্না এখন পাকা অভিনেত্রী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version