Dilip Kumar: ২০টি শহরে দেখানো হবে দিলীপ কুমারের ছবি, কী কী সিনেমা রয়েছে তালিকায়?

।। প্রথম কলকাতা ।।

Dilip Kumar: ফিল্ম ইন্ডাস্ট্রির নায়কদের নায়ক তিনি। এক সময় তাঁর অভিনয়ের জাদুতে ঘায়েল হয়েছেন কত নারী। বড় পর্দার দুনিয়ায় তাঁর ছবি মানেই হিট। গত বছর ৭ জুলাই ইন্ডাস্ট্রি হারিয়েছে এমন একজন প্রতিভাবান শিল্পীকে, যার কোনও পরিবর্তন হয় না। এবার তাঁর সম্মানে আগামী ১০ ও ১১ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে ‘দ্য দিলীপ কুমার হিরো অব হিরোজ ফিল্ম ফেস্টিভ্যাল’।

‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের মুম্বই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা সহ ২০ শহরের ৩০টি সিনেমা হলে মুক্তি পাবে অভিনেতার আলোচিত চারটি সিনেমা। আয়োজনে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন। তবে অভিনেতার এতগুলি হিট সিনেমার মধ্যে কোন চারটি সিনেমা জায়গা পেয়েছে?

প্রতিবেদন অনুযায়ী, ‘আন’, ‘দেবদাস’, ‘রাম অউর শ্যাম’ ও ‘শক্তি’। ফিল্ম হেরিটেজের পরিচালক শীবেন্দ্র সিং দুর্গাপুর সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে বলেছেন, আগামী ১১ ডিসেম্বর দিলীপ কুমারের জন্মদিন। আর এই মাসে অভিনেতার জন্ম শতবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। তাই এটা আমাদের জন্য পরম সৌভাগ্য যে আমরা অভিনেতার প্রায় ৭০ বছর আগের ছবিও পর্দায় ফিরিয়ে আনতে পারছি’। তাঁর অভিনয় দক্ষতা, তাঁর শৈল্পিকতা নিয়ে কোনও কথা হবে না। বছরের পর বছর তাঁর এই গুনগুলি দর্শকদের মুগ্ধ করেছে। আজও ১০ জনের মধ্যে জিজ্ঞেস করলে জানা যাবে বেশিরভাগই দিলীপ কুমারের ভক্ত। ১৯২২-এর ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম হয়। ‘সওদাগর’, ‘গঙ্গা-যমুনা’, ‘মুঘল-ই-আজম’, ‘আজাদ’, ‘দেবদাস’-এর মত একাধিক ছবি প্রায় ৬০-এরও বেশি ছবিতে কাজ করেছেন।

বছরের পর বছর ধরে তাঁর জাদু চলেছে সিনে দুনিয়ায়। প্রায় প্রত্যেকটি ছবিই ভালো, কিন্তু তাঁর মধ্যে বেশিরভাগ সিনেমার রেজল্যুশন এই সময়কার সিনেমা হলে চালানোর উপযোগী নয়। তাই ফেস্টিভ্যালে সিনেমা বাছাই করতে গিয়ে দোটানায় পড়তে হয় কতৃপক্ষকে। বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘আমরা দিলীপ কুমারের সিনেমাগুলি বাছাই করতে গিয়ে ধাক্কা খেয়েছি। হৃদয় ভেঙ্গে গিয়েছে। তাঁর অনেক কালজয়ী সিনেমারই রেজল্যুশন এত কম, যা বড় পর্দায় প্রদর্শনের উপযোগী নয়’। তাঁর কথায়, এই প্রতিভাবান শিল্পীর সিনেমা সংরক্ষণ করে রাখা উচিত। ৯৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version