MS Dhoni: ফের আইপিএলের মহামঞ্চে ধোনি, বর্ষার খরস্রোতের মত আবেগে ভাসবে দেশবাসী

।। প্রথম কলকাতা ।।

MS Dhoni: চলতি বছরে আইপিএল চলাকালীন একাধিকবার তাঁর কাছ থেকে জানার চেষ্টা করা হয়েছিল, এবারই তাঁর শেষ কিনা। কিন্তু তাঁর কাছ থেকে সরাসরি কোনও উত্তর পাওয়া যায়নি। ফাইনালের পরে ভারতীয় এই তারকা ব্যাট্সম্যানকে বলতে শোনা গিয়েছিল, জানি, এটাই হয়তো সেটা সময় অবসর ঘোষণার। কিন্তু যেভাবে মানুষ আমায় ভালবাসা দিয়েছে, আমার প্রতি যে বিশ্বাস, স্নেহ দেখিয়েছে, সেখান থেকে মনে হচ্ছে আরও ন’মাস কাটিয়ে দিয়ে মাঠে ফিরব। জানি না শরীর কতটা সঙ্গ দেবে। তবে মাঝে অনেক ক’টা মাস সময় আছে নিজেকে তৈরি করার। কিন্তু খেললে এই সমর্থকদের জন্যই খেলব। তাঁর এই খেলা আর না খেলার দোটানার মধ্যে রয়ে গিয়েছে হাজারো আবেগ , হাজারো ভালোবাসা। কারণ নামটা যে মহেন্দ্র সিং ধোনি। যার নাম উঠলেও ভেসে ওঠে তাঁর বুদ্ধিদীপ্ততার পরিচয়।

কারও দর্শনে ভারতীয় ক্রিকেট মানে শুধুই ধোনিযুগ। যে যুগে মিশে থাকে আবেগ, রোম্যান্স, হাসি, কান্না, স্বপ্ন। বয়স শুধুই একটি সংখ্যা মাত্র তা তিনি তাঁর পারফম্যান্সের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন ৪১ বছরেও তিনি অপ্রতিরোধ্য। ফিটনেসের চূড়ায় মাহি। ক্যাপ্টেন্সি দিয়ে যে এখনও ম্যাচ জেতা যায়- তার উদাহরণ তিনি নিজেই। জীবনের যে কোনও বড় সিদ্ধান্তের আগে চমক রাখাটা ধোনির স্বভাবজাত। যে টেস্ট ক্যাপ্টেনসি ছাড়া হোক বা দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলা। প্রায় খেলা ছেড়ে দেওয়ার মুখে দাঁড়িয়ে থাকা একটা মানুষ, তাঁকে নিয়ে কিনা আজও আবর্তিত হচ্ছে যাবতীয় আবেগ-উচ্ছ্বাস, দুঃখ-ভালোবাসা। আসলে, যত বয়স বাড়ছে, ততই অভিজ্ঞতা বাড়ে এ কথা বাড়ে বাড়ে প্রমান করে দিয়েছেন সকলের প্রিয় মাহি।

শেষ পর্যন্ত যা আভাস পাওয়া গিয়েছে তাতে আরও একবার আইপিএলে খেলবেন মহেন্দ্র সিং ধোনি। হলুদ জার্সিতে উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে তাঁকে। আরও একবার গ্যালারিতে তাঁর জন্য উঠবে জয়ধ্বনি। আবেগের স্রোতে ভাসবে গোটা দেশ। সালটা ২০২৪ অর্থাৎ আগামী বছর। আর তো মাত্র কয়েকটা মাস। কথায় বলে না , শেষ হয়েও হইলো না শেষ। চলতি বছরের আইপিলে সকলের প্রিয় মাহি বুঝিয়ে দিলেন ঠিক তেমনটাই।

জিত হোক বা হার সবসময় ক্যাপ্টেন কুল আবেগকে কফিনে বন্দি করে রাখেন। কিন্তু কেরিয়ারের শেষ সময় এসে আবেগকে ধরে রাখতে পারেননি ধোনি। চলতি বছরের আইপিএলের ফাইনালে শেষের দিকে তাঁর মুখ দেখা বোঝা গেছে ঠিক তেমনটাই। চিপক থেকে মোতেরা, শুধু মাঠ পাল্টে যায়। মাঠে মাহি থাকা মানেই গ্যালারির স্লোগানটা একই থেকে যায়।আইপিএলে চিপকে চেন্নাইয়ের শেষ ম্যাচে সেই উল্লাস , সেই আনন্দ দেখার মত। এই সব দেখে কিছুক্ষণের জন্য সময় যেন থমকে গিয়েছিল । ম্যাচ শেষ হতেই ধোনি হাতে নিয়েছিলেন টেনিস ব়্যাকেট। বেশ কিছু বল গ্যালারিতে পাঠিয়েছিলেন সকলের প্রিয় মাহি । চিপকে কলকাতার বিরুদ্ধে ম্যাচ হারের সমস্ত দুঃখ যেন এক পলকের জন্য ভুলিয়ে দিয়েছিলেন ধোনি। এটাই তো আবেগ , এটাই তো ভালোবাসা। যে ছবি বাঁধিয়ে রাখার মত। এমনটাই বারেবারে প্রমান করেছেন মহেন্দ্র সিং ধোনি অর্থাৎ সকলের প্রিয় মাহি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version