।। প্রথম কলকাতা ।।
১৯৮১ সালের ৭ জুলাই ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে জন্মগ্রহণ করেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর ২৩ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে একদিনের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ধোনির। সেই সিরিজে জ্বলে উঠতে না পারলেও পরের বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই করেন সেঞ্চুরি। তারপরটা ইতিহাস। আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সাফল্যে হয়ে ওঠেন ভারতের সফলতম অধিনায়ক।
২০০৭ সালে তাঁর অধিনায়কত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ভারত। এখানেই শেষ নয়। ২০১১ সালে বিশ্বকাপে জয়ের মুকুট তাঁর অধিনায়কত্বেই পায় ভারত। ২০১৩ সালে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন ক্যাপ্টেন কুল। তিনিই বিশ্বের একমাত্র অধিনায়ক যিনি আইসিসি অনুমোদিত সবকটি ট্রফি জয়ের স্বাদ দিয়েছেন দেশবাসীকে। ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলেও সফলতম অধিনায়ক ধোনি। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ মোট চারবার চেন্নাই সুপার কিংসকে শিরোপা এনে দিয়েছেন।
২০১৪ সালের ডিসেম্বর মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মাহি। এর ঠিক ছয় বছর পর ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের সফলতম অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে খেলে চলেছেন ধোনি। ধোনির জন্মদিনে রইল তাঁর গড়া পাঁচটি অনন্য রেকর্ড-
একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি আইসিসি ট্রফি জয় : বিশ্বের একমাত্র অধিনায়ক যিনি আইসিসি অনুমোদিত সবকটি ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। ২০০৭ সালে তাঁর অধিনায়কত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ভারত। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের মুকুট তাঁর অধিনায়কত্বেই পায় ভারত। ২০১৩ সালে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন ধোনি।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক স্ট্যাম্প : আন্তর্জাতিক ক্যারিয়ারে ধোনি ১৯৫টি স্ট্যাম্প করেছেন। যা ক্রিকেট বিশ্বে সর্বোচ্চ। তিনি উইকেটের পিছনে থাকা মানে ব্যাটসম্যান এক ইঞ্চি ক্রিজ ছাড়লেই চোখের পলকে উড়ে যায় উইকেটের বেল। যাকে ক্রিকেটীয় ভাষায় বলে ‘লাইটিং স্ট্যাম্প’।
উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ স্কোর : বিশ্বের একমাত্র উইকেটরক্ষক হিসেবে ওয়ানডে ক্রিকেটে গড়েছেন সর্বোচ্চ স্কোর। ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংস খেলে এই নজির গড়েছিলেন তিনি। এছাড়াও ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র ভারতীয় উইকেটরক্ষক হিসেবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ২২৪ রান করেন তিনি।
সর্বাধিক ম্যাচে অধিনায়ক : আন্তর্জাতিক ক্রিকেটে সমস্ত ফরম্যাটে ৩৩২ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। যার মধ্যে জয় ১৭৮টি ম্যাচে। হেরেছেন ১২০টি ম্যাচ। জয়ের শতকরা হার ৫৩.৬১।
৬ নম্বর ও তার পরে নেমে সর্বোচ্চ রান : আন্তর্জাতিক ক্রিকেটে ৬ নম্বর ও তার পরে নেমে সর্বোচ্চ রানের রেকর্ডটি রয়েছে তাঁর দখলে। এই পজিশনে নেমে তিনি করেছেন ১০,২৬৮ রান। এই পজিশনে নেমে ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। যার জন্য ধোনিকে বলা হয় বিশ্ব ক্রিকেটের ‘বেস্ট ফিনিশার’।