BCCI: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচনের মানদণ্ডের নতুন অংশ ডেক্সা স্ক্যান, কী এই ডেক্সা স্ক্যান

।। প্রথম কলকাতা ।।

 

রবিবার মুম্বাইতে টিম ইন্ডিয়ার পর্যালোচনা বৈঠকের পর বিসিসিআই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ ঘোষণা করেছে। চলতি বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন বিশ্বকাপের দিকে নজর রেখে সমস্ত পরিবর্তন করা হয়েছে। এটা লক্ষণীয় যে ভারত শেষবার ২০১১ সালে একটি বিশ্বকাপ জয় করেছে৷ তারপর থেকে টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপে শুধুই হতাশ হতে হয়েছে। ২০১৫ সালে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় ৷ ২০১৯ সালে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে পরাজয়।

 

চোটের কারণে একাধিক ক্রিকেটারের অনুপস্থিতিতে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের লজ্জাজনক হারের শিকার হয়েছে দলটি। অতীতের থেকে শিক্ষা নিয়েই এবার বিশ্বকাপের আগে দল গোছাতে শুরু করেছে বিসিসিআই। রবিবারের পর্যালোচনা সভায় বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ রাহুল দ্রাবিড় উপস্থিত ছিলেন। বোর্ড ইয়ো-ইয়ো পুনরায় চালু করতে চলেছে।

 

এটি লক্ষণীয় যে টিম ইন্ডিয়া ইয়ো-ইয়ো (Yo-Yo) টেস্ট সম্পর্কে ভালভাবে সচেতন, যা ২০১৯ সালে বিশ্বকাপের আগে প্রথমবারের মতো চালু করা হয়েছিল৷ তবে সর্বশেষ ঘোষণায় বিসিসিআই খেলোয়াড়দের জন্য একটি নতুন পরীক্ষা ডেক্সা (DEXA) স্ক্যান অর্থাৎ বোন ডেনসিটি টেস্ট চালু করে। বিসিসিআই একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ইয়ো-ইয়ো টেস্ট এবং ডেক্সা এখন নির্বাচনের মানদণ্ডের অংশ হবে।

 

ডেক্সা স্ক্যান বা বোন ডেনসিটি টেস্ট শরীরের চর্বির শতাংশ, চর্বিহীন টিস্যুর বিষয়, জলের পরিমাণ এবং ব্যক্তির হাড়ের ঘনত্ব পরিমাপ করতে সাহায্য করে। এই স্ক্যান হাড়ের যে কোনও রকমের ফ্র্যাকচার এবং সম্ভাবনাকে আগাম জানিয়ে দিতে পারে। ইয়ো-ইয়ো পরীক্ষার পাশাপাশি এই পরীক্ষাটি চালু করা হয়েছে। খেলোয়াড়দের জন্য ফিটনেস বেঞ্চমার্ক অবশ্যই চ্যালেঞ্জিং হতে চলেছে। খবর অনুযায়ী, চোট-প্রবণ খেলোয়াড়দের ফিটনেসের দিকেও নজর রাখবে বিসিসিআই।

Exit mobile version