অপমান জুটলেও বন্দক রাখা গয়নার টাকা তীর্থ করতে যাওয়ার জন্য শাশুড়িকে দিল শিমুল! মুগ্ধ দর্শকরা

।। প্রথম কলকাতা ।।

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল কার কাছে কই মনের কথা নারীদের বাস্তব জীবনের গল্প তুলে ধরা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে বাঙালির ড্রয়িং রুমে জায়গা করে নিয়েছে। বাস্তবতায় মোড়া এই সিরিয়াল নিয়ে নানান চর্চা এখন। সময়ের সঙ্গে সঙ্গে এই সিরিয়ালের জন্য মানুষের মনে ভালোবাসা বাড়ছে কেন জানেন? ছেলেরা তো মায়ের মনের ইচ্ছা বুঝতেই পারল না বুঝল কে? পরের বাড়ির মেয়ে নিজের বিয়ের গয়না বন্দক রেখে এল তাও শাশুড়ির জন্য কজন করে বাস্তবে? আসলে বউ আর শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব দূরত্ব অসন্তোষ পরিবারের সাধারণ সমস্যা। আচ্ছা বউ শাশুড়ি কি ভালো বন্ধু হতে পারেনা?

পরিবার হল বাগানের মতো যা সঠিক সুন্দর হয় যখন পরিবারের সকল সদস্য সম্পর্কে প্রতি যত্নবান হন। ছেলের বউয়ের ক্ষেত্রে ভুলে গেলে চলবে না। শাশুড়ি গুরুজন শ্রদ্ধা রাখা উচিত। শাশুড়ি কেউ মনে রাখতে হবে তার ছেলের বউ ভিন্ন পরিবার থেকে এসেছে তাকে মানিয়ে নিতে সময় দিতে হবে। ভুল ত্রুটিবুঝিয়ে বলতে হবে এই ধারাবাহিকে দেখানো হয়েছে নায়িকা শিমুলের শ্বশুড়বাড়ি অত্যাচারী। তারা শিমুলকে উঠতে বসতে অপমান করে। রয়েছে একটা নির্লজ্জ, সুবিধাবাদী দেওর, আর শিমুলের বর পরাগ নিজের পুরুষত্ত্ব আর জোর খাটাতে পারলেই খুশি। শাশুড়ি এত কুটনামি করলেও তার খারাপ ভাবার পরিবর্তে তার ভালোই চায় শিমুল। দুই ছেলেই মায়ের মুখের উপর বলে দিয়েছে তারা মায়ের ঘুরতে যাওয়ার জন্য কেউ এক টাকাও দিতে পারবেনা।

যথারীতি ছেলেদের ব্যবহারে মন ভেঙেছে মায়ের। যদিও শাশুড়িকে কাশি পাঠানোর জন্য নিজের গয়না পর্যন্ত বনদক রেখে টাকা জোগাড় করেছে শিমুল। আর তা করতে গিয়ে জুটেছে অপমানও। বাড়িতে কাউকে কিছু না জানিয়ে গয়না বন্ধক দিয়ে শাশুড়ির জন্য টাকা জোগাড় করতে গিয়েছিল শিমুল। আর সেই ফাঁকে সকলের সামনে তাকে তার দেওর দুশ্চরিত্রের বদনাম দেয়। এবার বন্দক রাখা গয়নার টাকা সে তুলে দিয়েছে শাশুড়িকে আসল সত্যি জানিয়ে দিয়েছে। এমন‌ই প্রোমো সামনে এসেছে। তবে কী শিমুলের প্রতি নরম হবে তার শাশুড়ি? তবে মনে হচ্ছে এবার গল্পের গতি ঘুরিয়ে শাশুড়ি বৌমার বন্ধুত্বের সম্পর্ক দেখানো হবে। কি হবে কি হবে না তাই জানতে অবশ্যই চোখ রাখতে হবে কার কাছে কই মনের কথার প্রতিটি এপিসোডে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version