FIFA World Cup 2022: ভালো খেলেও হার তিউনিশিয়ার, শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া

।। প্রথম কলকাতা ।।

 

বল দখল, আক্রমণ সবকিছুতেই অস্ট্রেলিয়াকে টেক্কা দিল তিউনিশিয়া। কিন্তু গোলের মুখ খুলতে পারল না পূর্ব আফ্রিকার দেশটি। সেই সুযোগে ২৩ মিনিটে মিচেল ডিউকের গোলে ম্যাচ বের করে নিয়ে চলে গেল অস্ট্রেলিয়া। আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে শনিবার ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এগিয়ে যাওয়া গোলটিতে যথেষ্ট দায় আছে তিনিউনিসিয়ার ডিফেন্ডারদের। ডিউক হেড নেওয়ার সময় কাছাকাছি ডিফেন্ডার থাকলেও তাদের কেউই চ্যালেঞ্জ জানায়নি।

 

প্রথম ম্যাচে ডেনমার্কের সঙ্গে ০-০ গোলে ড্র করে তিউনিশিয়া। গোল খাওয়ার পর আক্রমণে গতি বাড়ালেও অস্ট্রেলিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারেনি আফ্রিকার দেশটি। অন্যদিকে বিশ্বকাপের অভিযানটা একেবারেই সুখকর হয়নি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ৪-১ গোলে পরাজিত হয় অস্ট্রেলিয়া। শেষ ষোলোয় পৌঁছাতে এই ম্যাচ জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অজিদের কাছে। তিউনিশিয়াকে হারিয়ে সেই আশা বাঁচিয়ে রাখল ক্যাঙ্গারুদের দেশ। অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ ডেনমার্কের বিরুদ্ধে অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে তিউনিশিয়া।

Exit mobile version