Tele Academy Awards Neem Phooler Madhu: টপ ফাইভ থেকে ছিটকে গেলেও, টলি অ্যাকাডেমির মঞ্চে নিম ফুলের মধুর মুকুটে চারটি পালক

।। প্রথম কলকাতা ।।

Tele Academy Awards Neem Phooler Madhu: গত ২০১৪ সাল থেকে প্রতি বছরই টেলি অ্যাকাডেমি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রীতিমতো চাঁদের হাট বসে সেখানে। অনুষ্ঠান মঞ্চ থেকে সিরিয়ালের সেরা অভিনেতা-অভিনেত্রীদের পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। জি বাংলার পর্দায় চোখ রাখলেই দেখতে পাওয়া যায় ধারাবাহিক নিম ফুলের মধু। টিআরপি চাক করে পাঁচ নম্বর থেকে বাদ হয়ে গেলেও টেলি একাডেমির মঞ্চে ধারাবাহিকের জন্য চারটি বালক। টিআরপি তলিকার প্রথম পাঁচ থেকে আউট নিম ফুলের মধু। তবুও টেলি অ্যাকাডেমির মঞ্চে চারটি পুরস্কার এল সৃজন-পর্ণার ঝুলিতে।

প্রত্যেকবারের মতো এবারেও জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এই অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকেন টেলিভিশনের কলা-কুশলীরা। ২০২৩ সালেও এর অন্যথা হল না। মঞ্চজুড়ে সেই সারি সারি চেনা মুখের সঙ্গে এবার ছিল বেশ কিছু নতুন ট্যালেন্টও। মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট পর্দার শিল্পীদের প্রশংসা করেন। নাচ-গানে একেবারে জমে উঠেছিল ২০২৩- এর টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চ। আর সেখানে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুর একেবারে জয়জয়কার। মোট চারটি পুরস্কার পেয়েছে এই সিরিয়াল।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে টিআরপি তালিকার টপ ফাইভের তালিকা থেকে ছিটকে গিয়েছে নিম ফুলের মধু। সেটে দুর্ঘটনার পর বাড়ি বসে শ্যুটিং করছেন রুবেল অর্থাৎ সৃজন। এরপরও ছুটছে বিজয়রথ। সোশ্যাল মিডিয়া পেজে নিম ফুলের মধুর সাফল্যের নিরিখে একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন পর্ণার শাশুড়ি কৃষ্ণা ওরফে অরিজিতা মুখোপাধ্যায়। এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘নিম ফুলের মধুর মুকুটে ৪ টি পালক। সেরা সংলাপ, সেরা সহ অভিনেত্রী, সেরা শব্দগ্রহণ, সেরা ধারাবাহিক “ সৌভিক চক্রবর্তী আমাকে কৃষ্ণা করে তোলার পেছনে তোর অবদান সর্বাধিক। সেরা সংলাপ শুধু নয়, চরিত্রায়ণ সেরা না হলে মানুষকে ছুঁতে পারতাম না। রাখি দি, তোমার কলম কৃষ্ণাকে সবসময় জীবন্ত রেখেছে’ ।

তাঁর কথায়, শিল্পী মিত্র, ‘সৃজিত রায় আর কৃষানু গঙ্গোপাধ্যায় এই চরিত্রে আমায় ভেবে ডেকে নেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ দিলে কম হয়ে যাবে। তোমরা আমায় বিশ্বাস করেছিলে। অনুপ চক্রবর্তী,তুমি তো আমায় শাসন করে অরিজিতার থেকে কৃষ্ণাকে ক্রমাগত আলাদা করে যাওয়ার যে যুদ্ধে জিতে গেয়েছ।’

পর্ণার শাশুড়ি আবেগতাড়িত হয়ে আরও লেখেন, ‘আমার জীবনের গুরুরা, আমার মা বাবা আর আমার বন্ধুরা যাঁরা কখনও আমার উপর থেকে বিশ্বাস হারান নি তাঁদের জন্য আজও অভিনয় করে যেতে পারছি। ভবিষ্যতেও তাঁদের জোরেই পারব। সবাই প্রার্থনা করবেন। এবারে টিআরপি তালিকায় অনেকটাই নম্বর কমেছে ধারাবাহিক নিম ফুলের মধুর। পাচের মধ্যে জায়গা করে নিতে পারেনি এই ধারবাহিক। তার মধ্যে চারটি পুরস্কারে নিমফুলে মধুর অভিনেতা অভিনেত্রীদের মনে অনেকটাই জোর বাড়ালো।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version