W T20 World Cup: প্রথম ভারতীয় বোলার হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেটের নজির দীপ্তি শর্মার

।। প্রথম কলকাতা ।।

১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার টি-টোয়েন্টিতে ভারতের শীর্ষস্থানীয় উইকেট শিকারী হয়েছেন দীপ্তি শর্মা। কেপটাউনের নিউল্যান্ডসে হেইলি ম্যাথিউসের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’-র ম্যাচে ১০০ উইকেটের নজির গড়েছেন ভারতের এই অফ-ব্রেক বোলার। ভারতের লেগ-স্পিনার পুনম যাদবকে পিছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে এই কীর্তি গড়েন দীপ্তি। ৭২ ম্যাচে ৯৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন পুনম যাদব।

প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। কিন্তু মহিলাদের ক্রিকেটে বিশ্বের নবম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন। দীপ্তি শর্মার আগে আনিসা মোহাম্মদ, নিদা দার, এলিস পেরি, শাবনিম ইসমাইল, মেগান শুট, ক্যাথরিন ব্রান্ট, সোফি ডিভাইন এবং আনিয়া শ্রাবসোল এই মাইলফলক অর্জন করেছেন।

 

ভারতীয় পুরুষ দলের মধ্যে যুজবেন্দ্র চাহাল ৭৫ ম্যাচে ৯১ উইকেট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন। ৮৭ ম্যাচে ৯০ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার।

Exit mobile version