।। প্রথম কলকাতা ।।
Anurager Chowa: না আর কোনও অন্যায় সহ্য করবে না দীপা। দুই মেয়ের জন্য এবার আইনি লড়াই দীপার! অবাক সূর্য-লাবণ্যও। ফের টানটান টুইস্ট আসতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। দীর্ঘ প্রায় এগারো মাসের বেশি সময় ধরে একটানা বেঙ্গল টপার হয়ে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল এই সিরিয়ালটি। যদিও এখন সময়টা একেবারেই ভালো যাচ্ছেনা এই সিরিয়ালের। এক সময়কার বেঙ্গল টপার এই সিরিয়াল এখন কার্যত মুখ থুবড়ে পড়ছে প্রত্যেক সপ্তাহেই। প্রথম স্থান তো দূরের কথা ইদানিং টপ ফাইভেও জায়গা হচ্ছে না অনুরাগের ছোঁয়ার। আর এই প্রথম অনুরাগের ছোঁয়ার টিআরপি কমে যাওয়াকে সমর্থন করছেন দর্শকরাও।
তার পিছনে রয়েছে একটাই কারণ। তা হল গল্পের একঘেয়েমি। এতদিন দেখানো হচ্ছিল শত বাঁধা বিপত্তি মিশকার শয়তানি সব কাটিয়ে ফের এক হয়েছে সূর্য দীপা। কিন্তু মিশকার হাত থেকে কী কারও এত সহজে নিষ্কৃতি আছে। ছেলে জন্ম দেওয়ার পর মিশকা এখন সেনগুপ্ত বাড়িতে গেঁড়ে বসেছে। সঙ্গে ফন্দি করে বাড়ি থেকে তাড়িয়ে ছেড়েছে দীপা এবং তার দুই মেয়েকে। মানে এক কথায় সেই ঘুরিয়ে ফিরিয়ে দীপার কষ্ট পাওয়াকেই দেখানো হচ্ছে ধারাবাহিকে। যা নিয়ে রীতিমতো দর্শকরাও বিরক্ত। তাই এখন একটু মোর ঘোরানো হয়েছে গল্পের। দীপা এবার রুখে দাঁড়াচ্ছে জোড় গলায়।
গত পর্বেই দেখা গিয়েছে সূর্য আর লাবণ্য নিজে থেকে দীপার বাপের বাড়িতে এসেছে ঠিকই, কিন্তু তারা এদিন দীপাকে নয়, শুধু সোনা রূপাকে নিয়ে যেতে চায়। একথা শুনে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না দীপা। এদিনও লাবণ্য দীপাকে বলে আরেকটু সহ্য করে নিতে। কিন্তু এদিন আর চুপ করে থাকেনি দীপা। সে এদিন স্পষ্ট জানায় ‘আমি আর সহ্য করতে পারছি না। অনেক হয়েছে। আমি আর আমার মেয়েদের কাছ ছাড়া করব না।’ তখন সূর্য দীপাকে বোঝাতে যায় আর কয়েকটা দিন সহ্য করে নিতে। পরিস্থিতি ঠিক হলেই সে তাকে নিজে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে।
তখন নিজেকে আর সামলে রাখতে পারেনি দীপা। এদিন সে স্পষ্ট জানিয়ে দিয়েছে ‘এবার যা হবে সব কোর্টে হবে। ডিভোর্স পেপারে যখন সই করে দিয়েছি তখন বাকিটাও আইনি ভাবেই হোক। আমি আমার মেয়েদের কিছুতেই ওই বাড়িতে যেতে দেব না কারণ ওই বাড়িতে মিশকা আছে।’ তখন বাধ্য হয়েই সূর্য আর লাবণ্য সেখান থেকে চলে যায়। তবে কি এবার সত্যিই কোর্টে যেতে চলেছে দীপা? সেসব কিছুর উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম