Sanjay Leela Bhansali: ‘খামোশি’ দিয়ে আত্মপ্রকাশ, জন্মদিনে জানুন সঞ্জয় লীলা বনশালির সেরা ছবির তালিকা

।। প্রথম কলকাতা ।।

Sanjay Leela Bansali: বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল ছবি পরিচালক হিসেবে যাদের নাম তালিকায় উঠে আসে সেখানে থাকে সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) নাম। তাঁর পরিচালিত ছবির সংখ্যা হয়তো তুলনামূলকভাবে অন্যান্য পরিচালকদের থেকে অনেক কম , কিন্তু তাঁর পরিচালিত ওই অল্পসংখ্যক ছবির মধ্যেই অধিকাংশ ছবি এখনও পর্যন্ত বলিউডে নিজের আভিজাত্য ধরে রাখতে পেরেছে। প্রথম ছবির জন্যই সঞ্জয় লীলা বনশালি পুরস্কৃত হয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে। তারপর আরও কতশত পুরস্কার এসেছে তাঁর ঝুলিতে। আজ বলিউডের এই সফল পরিচালকের (Director) জন্মদিন (Birthday)।

গুজরাটি পরিবারে ১৯৬৩ সালের ২৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সঞ্জয় লীলা বনশালি। মুম্বইয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন চলচ্চিত্র নির্মাতা এবং মা লীলা বনশালির নাম থেকেই নিজের নামে ‘লীলা’ যোগ করেন তিনি । সঞ্জয় লীলা বনশালি ভারতীয় চলচ্চিত্র জগতে একজন সফল পরিচালক প্রযোজক, চিত্রনাট্যকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত। প্রথম ‘খামোশি: দস্য মিউজিক্যাল’ (Khamoshi) নামক একটি ছবি পরিচালনার মাধ্যমে বলিউডে কাজ শুরু করেন। আর তারপর তাঁর পরিচালিত দ্বিতীয় ছবি হল ‘হাম দিল দে চুকে সনম’। এই ভাবেই তিনি পরবর্তীতে ‘দেবদাস’, ‘ব্ল্যাক’, ‘বাজিরাও মাস্তানি’র মতো ছবি দর্শকদের উপহার দেন।

যেগুলি বাণিজ্যিকভাবে ভীষণ সফল এবং সমালোচকদের প্রশংসা লাভ করে। তিনি তাঁর প্রথম কর্মজীবন শুরু করেছিলেন বিধু বিনোদ চোপড়ার সহকারী পরিচালক হিসেবে। কাজ করেছিলেন ‘পরিন্দা’, ‘করিব ‘, ‘১৯৪২: লাভ স্টোরি’র মতো বহু ছবিতে । তিনি তাঁর তৈরি করা ছবিগুলির জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার, আইফা সেরা পরিচালক পুরস্কার, জি সেরা পরিচালক পুরস্কার, জি গোল্ড সেরা পরিচালক পুরস্কার এবং ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মানসূচক ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হন।

তাঁর পরিচালিত ছবিগুলির তালিকায় রয়েছে ‘হাম দিল দে চুকে সনম’ ,’ দেবদাস’, ‘সাবারিয়া’, ‘গুজারিশ’, ‘গোলীও কি রাসলীলা রামলীলা ‘,’পদ্মাবত’, ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ প্রভৃতি। তিনি ২০১৩ সালে একটি টেলিভিশন সিরিয়ালের প্রযোজনা করেছিলেন, যার নাম ছিল ‘সরস্বতীচন্দ্র’ । সম্প্রতি তিনি একটি ওয়েব সিরিজ পরিচালনা করছেন। যার নাম ‘হীরামান্ডি’। ইতিমধ্যেই তাঁর বেশ কিছু পোস্টার প্রকাশ্যে এসেছে। আগামী এপ্রিলে ওই ওয়েব সিরিজটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version