Border-Gavaskar Trophy: কনুইয়ে চোট পেয়ে ভারতের বিপক্ষে বাকি টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার

।। প্রথম কলকাতা ।।

বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচে কনুইয়ে চোট পেয়ে ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। ৩৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান ওপেনার দিল্লিতে দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজের বলে কনুইয়ে আঘাত পান। ওই আঘাতের আগে ওয়ার্নারের কনুইয়ে ছোট চোট ছিল। ওয়ার্নারের জায়গায় দলে স্থলাভিষিক্ত হলেন ম্যাথু রেনশ।

 

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “ডেভিড ওয়ার্নার ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সফর থেকে বাদ পড়েছেন এবং দেশে ফিরবেন। দিল্লিতে দ্বিতীয় টেস্টে ওয়ার্নার কনুইতে আঘাত পেয়ে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়।” ক্রিকেট অস্ট্রেলিয়া আরও জানায় যে, “অভিজ্ঞ ব্যাটার পুনর্বাসনের মধ্য দিয়ে যাবে এবং ১৭ থেকে ২২ মার্চ নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।”

 

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, “ডেভির এই সময়ে আমরা কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়াহুড়ো করছি না৷” দ্বিতীয় টেস্টে ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন। তিনিই ইন্দোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করবেন।

Exit mobile version